ETV Bharat / city

Monsoon Session of WB Assembly : 10 জুন থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন, পেশ হবে বিশ্ববিদ্যালয়ের আচার্য বদলের বিল

author img

By

Published : Jun 6, 2022, 10:41 PM IST

9 জুন সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সবকিছু ঠিক থাকলে এই অধিবেশনেই (Monsoon Session of WB Assembly) পেশ হতে পারে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলটি ৷

WB Assembly Monsoon Session
১০ জুন থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন

কলকাতা, 6 জুন : আগামী 10 জুন থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন (Monsoon Session of WB Assembly) ৷ তার আগে 9 জুন সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সবকিছু ঠিক থাকলে এই অধিবেশনেই পেশ হতে পারে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলটি ৷ এই বিল ছাড়াও আরও 5টি বিল এবারের বিধানসভায় আনা হবে । সোমবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা বিশ্ববিদ্যালয়ের আচার্য সংক্রান্ত বিষয়টিকে বিল আকারে নিয়ে আসার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে । সরকার পক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুততার সঙ্গে বিলটি বিধানসভায় আনা হবে । আগামী 9 জুন, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা থাকছেন । বিধানসভার বিরোধী রাজনৈতিক দলগুলিকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানান হয়েছে, সেখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা হবে । একইসঙ্গে পরিষদীয় মন্ত্রী এদিন জানান, কৃষি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয়, প্রাণী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল আসছে এবারের বিধানসভা অধিবেশনে ।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে আচার্য করতে সংশোধনী আনছে সরকার, বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয়

সোমবারই রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, শুধু শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলি নয়, অন্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সেই পদে নিয়ে আসা হবে । সেক্ষেত্রেও আইন সংশোধনের প্রয়োজন রয়েছে । এই সংক্রান্ত বিল পেশের নিরিখে এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে বিধানসভার বাদল অধিবেশন ৷ যদিও এখনও পর্যন্ত প্রধান বিরোধী দল বিজেপি পরিষ্কারভাবে জানায়নি তারা এই অধিবেশনে যোগ দেবে না বয়কট করবে ৷ তবে বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে, বিধানসভায় যখন রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার জন্য বিল পাশের প্রক্রিয়া চলবে তখন বিধানসভার লবিতে মক পার্লামেন্ট করে এর বিরোধিতা করতে পারে গেরুয়া শিবির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.