ETV Bharat / city

কোরোনা হাসপাতালে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, নির্দেশিকা রাজ্যের

author img

By

Published : Apr 22, 2020, 2:06 PM IST

কোরোনা চিকিৎসার হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল রাজ্য সরকার । গত সন্ধ্যায় এ সম্পর্কিত নির্দেশিকা জারি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে রোগী এবং তাঁর পরিবারের ক্ষেত্রেও ।

corona
কোরোনা

কলকাতা, 22 এপ্রিল: কোরোনা চিকিৎসার হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল রাজ্য সরকার । গত সন্ধেয় এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । কারণ মোবাইল ফোনের মাধ্যমে অসতর্কতায় কোরোনা সংক্রমণের সম্ভাবনা প্রবল ।


নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মোবাইল ব্যবহার নিষিদ্ধ রোগী এবং তাঁর পরিবারের ক্ষেত্রেও । কেউ হাসপাতালগুলিতে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না । ঢোকার আগে জমা রাখতে হবে মোবাইল ফোন । পরে তা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে ফেরত পাওয়া যাবে।

কিন্তু চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা একে অপরের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখবেন ? নবান্ন সূত্রে খবর, ওই হাসপাতালগুলিতে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে । অত্যন্ত দ্রুত সেই পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে । এই পরিষেবা প্রয়োজনে রোগীরা পরিবারও ব্যবহার করতে পারবে ।


সম্প্রতি বিভিন্ন হাসপাতাল থেকে ওয়ার্ডের ছবি ছড়িয়ে পড়তে শুরু করে গোটা দেশে । পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহারের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । আগামী দিনে বিষয়টি কোন জায়গায় পৌঁছায় সেটাই এখন দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.