ETV Bharat / city

Mithun Chakraborty : বিজেপির জাতীয় পদ পেলেন মিঠুন, বিশেষ আমন্ত্রিত রাজীব

author img

By

Published : Oct 7, 2021, 5:54 PM IST

Updated : Oct 7, 2021, 8:37 PM IST

বৃহস্পতিবার বিজেপির জাতীয় কার্যকারিণী সমিতির তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেখানে বাংলা থেকে মিঠুন চক্রবর্তী-সহ ছয় জনের নাম রয়েছে ৷ বিশেষ আমন্ত্রিত হিসেবে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ ছয় জন ৷

Mithun Chakraborty included in bjp national executive council rajib banerjee is special invitees
Mithun Chakraborty : বিজেপির জাতীয় পদ পেলেন মিঠুন, বিশেষ আমন্ত্রিত রাজীব

নয়াদিল্লি, 7 অক্টোবর : বিজেপির জাতীয় কার্যকারিণী সমিতিতে (BJP's National Executive Council) জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ বৃহস্পতিবার বিজেপির তরফে এই সমিতির তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই রয়েছে মিঠুনের নাম ৷

তাঁকে পশ্চিমবঙ্গের কোটা থেকে এই সমিতিতে জায়গা দিয়েছে বিজেপির (BJP) জাতীয় নেতৃত্ব ৷ মোট 80 জন সদস্য়ের নাম ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় পশ্চিমবঙ্গ থেকে মিঠুন ছাড়াও পাঁচজনের নাম রয়েছে ৷ তাঁরা হলেন, দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং মুকুটমণি অধিকারী ৷

আরও পড়ুন : PM Modi : উত্তরাখণ্ডে 'ডাবল ইঞ্জিন' সরকারের প্রশংসায় মোদি

এখানে উল্লেখ করা যেতে পারে যে মিঠুন চক্রবর্তী বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করেন ৷ যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) কলকাতার ব্রিগেডে সভা করেন, সেইদিনই বিজেপিতে যোগদান করেন মিঠুন ৷ ওই সভায় মোদির সঙ্গেও তিনি ছিলেন ৷ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচারও করেছেন ৷

অন্যদিকে দীনেশ ত্রিবেদীও ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছেন ৷ এবার জাতীয়স্তরে বিজেপির সংগঠনে জায়গা পেলেন তিনি ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বর্তমান বিচারপতির অধীনে তদন্তের দাবি প্রিয়াঙ্কার

এদিন বিজেপি যে তালিকা প্রকাশ করেছে, তাতে আরও একটি উল্লেখযোগ্য নাম রয়েছে ৷ তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ৷ হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন ৷ ভোটেও লড়েন ৷ কিন্তু হেরে যান ৷

তার পর থেকেই তাঁর বিরুদ্ধে দলবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ এমনকী, তৃণমূল (Trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসাও করতে দেখা গিয়েছে তাঁকে ৷ অথচ তাঁকে জাতীয় কার্যকারিণী সমিতিতে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে ৷ এই নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন যে বিজেপি থেকে তিনি এখন অনেক দূরে ৷ তাই এই নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া নেই ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : সুুপ্রিম কোর্টে লখিমপুর খেরি মামলার শুনানি আগামিকাল

এছাড়া পশ্চিমবঙ্গ থেকে আরও পাঁচজনকে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে ৷ তাঁরা হলেন, জয়ন্ত রায়, অশোক লাহিড়ি, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায় ও মাফুজা খাতুন ৷

এছাড়া পশ্চিমবঙ্গ থেকে জাতীয় মুখপাত্র করা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে ৷ আর জাতীয় সম্পাদক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে বহাল রয়েছেন অনুপম হাজরা ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : আমরা মৃতদের ন্যায়বিচার আদায় করতে এসেছি, লখিমপুরে পৌঁছে জানালেন রাহুল

Last Updated : Oct 7, 2021, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.