ETV Bharat / city

Mid-Day Meal Distribution: বর্ধিত গরমের ছুটিতে 20-25 জুন স্কুল থেকে দেওয়া হবে মিড-ডে মিলের সামগ্রী

author img

By

Published : Jun 15, 2022, 10:36 AM IST

গরমের ছুটি বৃদ্ধি পাওয়ায় নিয়ম মেনে স্কুল থেকে অভিভাবকদের হাতে মিড ডে মিলের সামগ্রী দেওয়া হবে (Mid-Day Meal to be distributed by School During Extended Summer Vacation) ৷ স্কুল শিক্ষা দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে ৷ আগামী 20-25 জুনের মধ্যে স্কুলগুলি থেকে মিড ডে মিলের সামগ্রী দেওয়া হবে ৷

Mid-Day Meal will Provided by School During Extended Summer Vacation
Mid-Day Meal will Provided by School During Extended Summer Vacation

কলকাতা, 15 জুন : আবারও বাড়ানো হয়েছে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের গরমের ছুটি ৷ তবে, বন্ধ থাকছে না মিড ডে মিল (Mid-Day Meal to be distributed by School During Extended Summer Vacation) ৷ স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, আগামী 20-25 জুনের মধ্যে স্কুলগুলি থেকে অভিভাবকদের হাতে এই মিড ডে মিল দেওয়া হবে (Mid-Day Meal Distribution) ৷

দীর্ঘ গরমের ছুটির পর আগামী 16 জুন রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খোলার কথা ছিল ৷ তবে, সেই ছুটি 11 দিন বাড়িয়ে দিয়েছে স্কুল শিক্ষা দফতর ৷ আগামী 27 জুন খুলবে রাজ্যের স্কুলগুলি (Extended Summer Vacation) ৷ তবে, গরমের ছুটির সময়ের নিয়ম মেনে 27 জুনের আগেই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে মিড ডে মিলের সামগ্রী ৷ এ দিন স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, চলতি মাসের 20-25 জুনের মধ্যেই মিড ডে মিলের সামগ্রী দেওয়া হবে ৷

শুধু গরমের ছুটিতেই নয়, করোনার কারণে যখন রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেই সময়ও স্কুল থেকেই অভিভাবকদের হাতে মিড ডে মিলের সামগ্রী দেওয়া হয়েছিল ৷ ইতিমধ্যেই, মিড ডে মিল সংক্রান্ত নতুন নির্দেশিকা জেলাশাসক, জিটিএ–র অধিকর্তা, শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতার প্রাথমিক শিক্ষা সংসদকে পাঠানো হয়েছে ৷ মিড ডে মিলের সামগ্রীতে 2 কিলো চাল, 2 কিলো আলু, 250 গ্রাম চিনি, 250 গ্রাম ডাল এবং প্রত্যেক পড়ুয়ার জন্য একটি করে সাবান দেওয়া হবে ৷

আরও পড়ুন : Summer Holidays Mid day meals : গরমের ছুটিতে স্কুলে স্কুলে দেওয়া হবে মিড ডে মিল, সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দফতরের

জানা গিয়েছে, আগের মতো এ বারেও বাজার থেকে আলু কিনে স্কুলগুলিকে বিতরণ করা হবে ৷ তবে, এই প্রকল্পের জন্য যে আলু সরবরাহ করা হবে, তা সরকারি মূল্যেই কিনতে হবে ডিআই অফিসকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.