ETV Bharat / city

Md Salim On Ssc Scam: 'ধাপ্পাবাজি আর চলবে না, দ্রুত যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে', দাবি সেলিমের

author img

By

Published : Aug 6, 2022, 7:54 PM IST

510 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এসএসসি'র চাকরিপ্রার্থীরা ৷ দ্রুত নিয়োগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা ৷ শনিবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) ৷

MD Salim on SSC Scam
'ধাপ্পাবাজি আর চলবে না, দ্রুত যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে', দাবি সেলিমের

কলকাতা, 6 অগস্ট: যুব ছাত্র অধিকার মঞ্চের ডাকে শনিবার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim criticises State Govt), সমাজকর্মী মীরাতুন নাহার, কাজী মাসুদ আখতার-সহ একাধিক বিশিষ্টজনেরা ৷

মহম্মদ সেলিম এদিন বলেন, "আজ নয় কাল করে বহু সময় কেটে গিয়েছে । এভাবে আর ধাপ্পাবাজি করা চলবে না । দ্রুত যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে । শিক্ষকের অভাবে অনেক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে । ঠিক একইভাবে, অযোগ্যদের শিক্ষক পদে নিয়োগ করে পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে । ভবিষ্যৎ প্রজন্ম ভুল শিখছে । সরকার আইন, নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে নিয়োগ করুক । ভাইপোর পার্টি অফিস থেকে কোনও নিয়োগ চলবে না । আর এই যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তা একা পার্থ-অর্পিতারকাণ্ড নয় । এর সঙ্গে বড় বড় মাথারা জড়িত রয়েছে । তাঁদের ধরতে হবে । প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে । না হলে বাংলার মানুষ এর জবাব দেবে । আমরা চোর ধরে জেলে ভরার কথা বলেছি । অন্যদিকে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে চোরদের ধরে গাছে বেঁধে পেটাচ্ছে । যদিও এটা ঠিক নয় । তবুও, বলছি দ্রুত নিয়োগ না হলে সাধারণ মানুষ এই সমস্ত চোরদের ঠিক এইভাবেই গাছে বেঁধে পেটাবে ।"

মিরাতুন নাহার বলেন, "গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানরতরা দু'ভাগে ভাগ হয়ে চাকরির দাবি জানাচ্ছেন । জানতে পেরেছি, এদের এক পক্ষকে ডাকা হয়েছিল । অন্য পক্ষকে ডাকা হয়নি । যে বৈঠক করা হয়েছে সেটাও সঠিক এবং আইনত পদ্ধতি নয় । তাই সঠিক পদ্ধতি মেনে সকলকে ডেকে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করা হোক । তারা যে ন্যায় এবং অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে অবস্থান করছে তাদের পাশে আছি । এই বিশাল দুর্নীতির পিছনে যাঁরা রয়েছেন, তাদেরকেও খুঁজে বার করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। নিন্দার ভাষা নেই ৷ "

'ধাপ্পাবাজি আর চলবে না, দ্রুত যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে', দাবি সেলিমের

আরও পড়ুন: খাসির মাংস-ভাত অতীত! রুটি-সবজি, পুরনো ফ্যানের হাওয়াতেই জেলযাপন পার্থর

এই অবস্থান মঞ্চে যোগ দিয়েছিলেন হুগলি ধনিয়াখালির বাসিন্দা চাকরিপ্রার্থী সাথী কর্মকার ৷ তিনি বলেন, "আমরা কোনও প্রকার গোপন বৈঠকে যেতে চাই না ৷ 510 দিন আমাদের অবস্থান-বিক্ষোভ হয়ে গিয়েছে । তারপরও আমাদের এই আন্দোলন জারি থাকবে । আমাদের সঙ্গে দেখা করে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ দেওয়া হোক । কোনও গোপন বৈঠকে আমরা যাচ্ছি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.