ETV Bharat / city

টাকা, টাকা, এত টাকার তো দরকার নেই : মুখ্যমন্ত্রী

author img

By

Published : Feb 1, 2021, 3:19 PM IST

Updated : Feb 2, 2021, 11:08 AM IST

রেশন ডিলারদের নিয়ে সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে রেশন ডিলারদের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছেন, সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি রেশন ডিলার জন্য তিনটি নতুন ঘোষণা করেছেন তিনি৷ এর মধ্যে অন্যতম এখন থেকে লাইসেন্স পুনর্নবীকরণ তিন বছর অন্তর করতে হবে৷ এর আগে এটা এক বছর ছিল৷

টাকা, টাকা, এত টাকার তো দরকার নেই : মুখ্যমন্ত্রী
টাকা, টাকা, এত টাকার তো দরকার নেই : মুখ্যমন্ত্রী

কলকাতা, 01 ফেব্রুয়ারি : ‘‘টাকা, টাকা, এত টাকার তো দরকার নেই৷’’ বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার রেশন ডিলারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল৷ সেই সম্মেলনে এই বক্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে৷ রেশন ডিলারদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘যতটকু প্রয়োজন, ততটুকু করুন৷’’

অনেক সময় রেশন ডিলারদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে৷ তার মধ্যে অন্যতম হল যাঁরা রেশন নেন না, সেই সব কার্ডের রেশন তোলা হয়েছে দেখিয়ে বাজারে চাল বিক্রি করে দেওয়া হয়৷ এই ধরনের কাজ না করার জন্য এদিন পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ সেই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি টাকা নিয়ে বেশি ‘লোভ’ না করার কথা বলেন৷

পাশাপাশি আমফানের পর রেশনে দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ উঠেছিল, সেই প্রসঙ্গও এদিন উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ভাষণে৷ তাঁর দাবি, কয়েকটি রেশন দোকানে গোলমাল হয়েছিল৷ সেটাকেই বড় করে দেখানো হয়েছে৷ রেশন দোকানে গোলমাল পাকানোর জন্য বিজেপি গুজব ছড়িয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি এফসিআই-এর চালের মান খারাপ হওয়ার অভিযোগও তুলেছেন তিনি৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ থেকে লক্ষ লক্ষ টন চাল কেনে৷ অথচ বাংলা থেকে মাত্র 69 হাজার টন কেনে৷

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগের নিয়মে কোনও রেশন ডিলারের মৃত্যু হলে সেই এলাকায় নতুন করে লাইসেন্স দেওয়া হত৷ কিন্তু তাঁর সরকার সেই ব্যবস্থায় আগেই পরিবর্তন করেছে৷ এখন মৃত রেশন ডিলারের পরিবারকেই লাইসেন্স দেওয়া হয়৷ এছাড়া তিনটি নতুন ঘোষণা রেশন ডিলারদের জন্য করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর ঘোষণা, এখন থেকে লাইসেন্স পুনর্নবীকরণ তিন বছর অন্তর করতে হবে৷ এর আগে এটা এক বছর ছিল৷ রেশন ডিলারশিপের জন্য নতুন আবেদনে মূলধন পাঁচ লক্ষ টাকা থেকে কমিয়ে 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে৷ তাছাড়া কোনও রেশন ডিলার কাজ করার সময় মারা গেলে সরকার 2 লক্ষ টাকা দেবে৷

আরও পড়ুন : স্বাস্থ্য কার্ড নিয়ে বাগযুদ্ধ চন্দ্রিমা-রাজীবের

একই সঙ্গে দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই নেতারা মানুষের জন্য কাজ করেনি৷ তাই তৃণমূল এবার তাদের টিকিট দিত না বলে দাবি মমতার৷ সেই কারণেই ওই নেতারা বিজেপিতে চলে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি৷ পাশাপাশি তাঁর আশ্বাস, ‘‘তৃণমূল আবার জিতবে৷ কোনও শঙ্কার কিছু নেই৷’’

কলকাতা, 01 ফেব্রুয়ারি : ‘‘টাকা, টাকা, এত টাকার তো দরকার নেই৷’’ বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার রেশন ডিলারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল৷ সেই সম্মেলনে এই বক্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে৷ রেশন ডিলারদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘যতটকু প্রয়োজন, ততটুকু করুন৷’’

অনেক সময় রেশন ডিলারদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে৷ তার মধ্যে অন্যতম হল যাঁরা রেশন নেন না, সেই সব কার্ডের রেশন তোলা হয়েছে দেখিয়ে বাজারে চাল বিক্রি করে দেওয়া হয়৷ এই ধরনের কাজ না করার জন্য এদিন পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ সেই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি টাকা নিয়ে বেশি ‘লোভ’ না করার কথা বলেন৷

পাশাপাশি আমফানের পর রেশনে দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ উঠেছিল, সেই প্রসঙ্গও এদিন উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ভাষণে৷ তাঁর দাবি, কয়েকটি রেশন দোকানে গোলমাল হয়েছিল৷ সেটাকেই বড় করে দেখানো হয়েছে৷ রেশন দোকানে গোলমাল পাকানোর জন্য বিজেপি গুজব ছড়িয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি এফসিআই-এর চালের মান খারাপ হওয়ার অভিযোগও তুলেছেন তিনি৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ থেকে লক্ষ লক্ষ টন চাল কেনে৷ অথচ বাংলা থেকে মাত্র 69 হাজার টন কেনে৷

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগের নিয়মে কোনও রেশন ডিলারের মৃত্যু হলে সেই এলাকায় নতুন করে লাইসেন্স দেওয়া হত৷ কিন্তু তাঁর সরকার সেই ব্যবস্থায় আগেই পরিবর্তন করেছে৷ এখন মৃত রেশন ডিলারের পরিবারকেই লাইসেন্স দেওয়া হয়৷ এছাড়া তিনটি নতুন ঘোষণা রেশন ডিলারদের জন্য করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর ঘোষণা, এখন থেকে লাইসেন্স পুনর্নবীকরণ তিন বছর অন্তর করতে হবে৷ এর আগে এটা এক বছর ছিল৷ রেশন ডিলারশিপের জন্য নতুন আবেদনে মূলধন পাঁচ লক্ষ টাকা থেকে কমিয়ে 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে৷ তাছাড়া কোনও রেশন ডিলার কাজ করার সময় মারা গেলে সরকার 2 লক্ষ টাকা দেবে৷

আরও পড়ুন : স্বাস্থ্য কার্ড নিয়ে বাগযুদ্ধ চন্দ্রিমা-রাজীবের

একই সঙ্গে দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই নেতারা মানুষের জন্য কাজ করেনি৷ তাই তৃণমূল এবার তাদের টিকিট দিত না বলে দাবি মমতার৷ সেই কারণেই ওই নেতারা বিজেপিতে চলে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি৷ পাশাপাশি তাঁর আশ্বাস, ‘‘তৃণমূল আবার জিতবে৷ কোনও শঙ্কার কিছু নেই৷’’

Last Updated : Feb 2, 2021, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.