ETV Bharat / city

কাল অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউনিয়ন ডিবেটে অংশ নেবেন মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 1, 2020, 10:46 PM IST

অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউনিয়ন ডিবেটে এর আগে বহু স্বনামধন্য ব্যক্তি অংশ নিয়েছেন । চলতি বছরে মুখ্যমন্ত্রীর কাছে সেই প্রস্তাব পাঠায় অক্সফোর্ড ।

mamata banerjee to perticipate in oxford university union debate
অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউনিয়ন ডিবেটে অংশ নেবেন মমতা

কলকাতা, 1 ডিসেম্বর : অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল ইউনিয়ন তর্কসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তথা নেত্রী হিসেবে এমন একটি বিতর্কে অংশ নিতে চলেছেন তিনি ।

চলতি বছরের জুলাই মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইউনিয়ন ডিবেটে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ আসে । সেই আমন্ত্রণে সাড়া দেন তিনি । ইতিমধ্যে ডিবেটের জন্য অনলাইনে প্রশ্ন জমা দিয়েছেন পড়ুয়ারা । প্রায় 600 প্রশ্ন জমা পড়েছে । এই প্রশ্নগুলো থেকে বাছাই করে তুলে দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে । আগামীকাল সেই ডিবেট হওয়ার কথা । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ইউনিয়ন ডিবেটে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ।

বুধবার বিকেল পাঁচটায় নবান্ন থেকে ডিবেটে অংশ নেবেন মুখ্যমন্ত্রী । ডিবেটে বাংলার উন্নয়ন বার্তা তুলে ধরবেন তিনি । প্রসঙ্গত, অক্সফোর্ড ইউনিভার্সিটির বার্ষিক ইউনিয়ন ডিবেটের আগে খ্যাতনামা ব্যক্তিরা অংশ নিয়েছেন । জিমি কার্টার, রোনাল্ড রেগান, মাইকেল জ্যাকসন, চার্চিল, আইনস্টাইন, মাদার টেরেজ়া সহ অন্যান্যরা । এরকম একটি ঐতিহ্যশালী ইউনিয়ন ডিবেটে অংশ নিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.