ETV Bharat / city

Mamata Banerjee : যেতে না পারলেও রোমের বিশ্বশান্তি বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা

author img

By

Published : Sep 28, 2021, 7:58 PM IST

ভার্চুয়ালি রোমের বিশ্বশান্তি বৈঠকে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে না হলেও নিজের বক্তব্য লিখে পাঠাতে পারেন বিশ্বশান্তি সম্মেলনের উদ্যোক্তাদের ৷ তবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি ৷

রোমের বিশ্বশান্তি বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা
রোমের বিশ্বশান্তি বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা

কলকাতা, 28 সেপ্টেম্বর : কেন্দ্রীয় বিদেশমন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রোমে বিশ্বশান্তি সম্মেলনে যোগ দেওয়া থেকে আটকাতে চাইলেও শেষ পর্যন্ত কেন্দ্রের এই প্রচেষ্টা সফল হচ্ছে না । কারণ সশরীরে রোমে হাজির হতে না পারলেও বক্তব্য রাখবেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া আটকানো গেলেও রোমে বক্তব্য রাখা আটকাতে পারছে না কেন্দ্রীয় সরকার ।

ইতালিতে পা না রেখেই বাংলার অগ্নিকন্যাকে দেখা যাবে কলকাতা থেকেই ওই শান্তি সম্মেলনে নিজের বক্তব্য রাখতে । সন্দেহ নেই, যদি মমতা এই বক্তব্য রাখতে পারেন তাহলে আন্তর্জাতিক মঞ্চে তাঁর ভাবমূর্তি তো উজ্জ্বল হবেই, সেই সঙ্গে মুখ পুড়বে মোদির । কারণ তাঁর সরকারই মমতার রোম সফর আটকে দিয়েছে ।

আগামী নভেম্বর মাসে ইতালির রাজধানী রোমে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে হওয়া শান্তি সম্মেলনে আমন্ত্রিত হন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু শনিবার বিদেশমন্ত্রক এক লাইনের এক চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে, বাংলার মুখ্যমন্ত্রীর এই সম্মেলনে যোগ দেওয়া সমীচিন হবে না ।
তবে এমনও হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনলাইনে বক্তব্য না রেখে বিশ্বশান্তি সম্মেলনের উদ্যোক্তাদের কাছে তাঁর লিখিত ভাষণ পাঠাতে পারেন । কিন্তু ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিলে যে প্রচার পাওয়া যাবে তা লিখিত ভাষণের ক্ষেত্রে কোনও ভাবেই পাওয়া যাবে না ৷ সে কারণেই এই ভার্চুয়াল বক্তব্য রাখার পক্ষে তৃণমূল সুপ্রিমো ।

শেষ পর্যন্ত যাই হোক, ভার্চুয়ালি ইতালির এই সভায় বক্তব্য রাখতে পারলে যে শেষমেষ মোদি সরকারের মুখ পুড়বে তাতে কোনও সন্দেহ নেই । আর সে কারণেই মমতার এই অনুষ্ঠান ঘিরে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের ।

আরও পড়ুন : Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.