ETV Bharat / city

Mamata Banerjee : ভবানীপুরে সব ওয়ার্ডেই জয়, বিরোধীদের চক্রান্ত ব্যর্থে তৃপ্ত মমতা

author img

By

Published : Oct 3, 2021, 2:58 PM IST

Updated : Oct 3, 2021, 5:53 PM IST

mamata banerjee slams opposition after win bhabanipur bypoll
Mamata Banerjee : বিরোধীদের সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুরের মানুষ, জয়ের পর বললেন মমতা

ভবানীপুরের উপনির্বাচনে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 58 হাজার 832 ভোটে তিনি জিতেছেন ৷ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিরোধীদের সব চক্রান্ত জব্দ করে দিয়েছে ভবানীপুরের মানুষ ৷

কলকাতা, 3 অক্টোবর : বিরোধীদের সব চক্রান্ত জব্দ করে দিয়েছে ভবানীপুরের (Bhabanipur) মানুষ ৷ ভোটে জেতার পর এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর এই জয়ের পর তিনি শুধু ভবানীপুরের মানুষ নয়, সারা দেশের মানুষকেও ধন্যবাদ দিয়েছেন ৷

উপনির্বাচনে (Bhabanipur By-Election) মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন 58 হাজার 832 ভোটে ৷ 2011 সালে প্রায় 54 হাজার ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2016 সালে সেই ব্যবধানে কমে প্রায় 25 হাজার হয়ে গিয়েছিল ৷ তার পর 2021 এর বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) জেতেন প্রায় 28 হাজার ভোটে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুর জিতেই তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা মমতার

সেই সব মার্জিনকে ছাড়িয়ে গিয়েছে এবার মমতার জয় ৷ তাই স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল সুপ্রিমো ৷ জয় নিশ্চিত হওয়ার কালীঘাটের বাড়ির বাইরে আসেন তিনি ৷ সেখানে দাঁড়িয়ে তিনি জানান, ভবানীপুরে ভোটার কম ৷ ভোটও কম পড়েছে ৷ ভবানীপুরে এটা চিরকালের ধারা ৷

ভবানীপুরের মানুষ সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন, বললেন মমতা

এর পর তিনি নিজের ভোটের ব্যবধানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘কোনও ওয়ার্ডে আমরা হারিনি ৷ এটা চ্যালেঞ্জ ছিল ৷’’ প্রসঙ্গত, আগের বেশ কয়েকটি ভোটে ভবানীপুরের কয়েকটি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল ৷ সেখানেও তৃণমূলের পক্ষে মানুষের সমর্থন বৃদ্ধি পাওয়ায় খুশি মমতা ৷

আরও পড়ুন : Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

একই সঙ্গে তিনি জানান, বাঙালি-অবাঙালি সবাই মিলে ভোট দিয়েছেন ৷ ভবানীপুর জায়গা ছোট্ট, কিন্তু বৃত্ত অনেক বড় ৷ এর পরই তিনি বিরোধীদের আক্রমণ করেন ৷ মমতার কথায়, অনেক চক্রান্ত চলেছে ৷ সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ ৷

Last Updated :Oct 3, 2021, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.