ETV Bharat / city

Mamata Banerjee: মানুষের বৃষ্টি 24-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে, হুঁশিয়ারি মমতার

author img

By

Published : Jul 21, 2022, 1:32 PM IST

Updated : Jul 21, 2022, 3:55 PM IST

Mamata Banerjee Slams BJP from TMCs 21 July Rally
Mamata Banerjee: মানুষের বৃষ্টি 24-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে

একুশের মঞ্চ থেকে প্রত্যাশিতভাবে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিজেপি হারবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

কলকাতা, 21 জুলাই : কলকাতা, 21 জুলাই : দু’বছর পর ফের ধর্মতলায় ফিরল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবসের কর্মসূচি ৷ লক্ষ-লক্ষ কর্মী-সমর্থকদের সামনে প্রত্যাশিত ভাবেই বিজেপিকে (BJP) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷

কাকতালীয়ভাবে 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি (TMCs 21 July Rally) চলাকালীন প্রতিবারই বৃষ্টি হয় ৷ এবারও হয়েছে ৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুষলধারে বৃষ্টি নামে ধর্মতলায় ৷ অভিষেকের ভাষণ শেষ হওয়ার পর বৃষ্টি অনেকটা কমে যায় ৷ মমতা যখন বলতে ওঠেন, তখন বৃষ্টি থেমে রোদের আলো দেখতে পাওয়া যায় ৷

ঠিক সেই সময়, বৃহস্পতিবার বেলা 12টা 52 মিনিটে ভাষণ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুরুতেই বৃষ্টির প্রসঙ্গ টানেন তিনি ৷ বলেন, ‘‘মানুষের বৃষ্টি 24-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে (Mamata Banerjee Slams BJP from TMCs 21 July Rally) ৷

আরও পড়ুন : TMC 21 July Rally Live: মুড়িতেও জিএসটি বসিয়েছে ! একুশের মঞ্চে প্রশ্ন মমতার

মমতার দাবি, ‘‘আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বাঁকা ৷ আমরা মাথা উঁচু করে চলি ৷ ইডি, সিবিআই ওদের মেরুদণ্ড ৷’’ বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে বলেও তিনি অভিযোগ করেছেন ৷ তিনি বলেন, ‘‘বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ ৷ বাংলায় আমাদের অনেকভাবে ভাঙতে চেষ্টা করেছিল ৷ কিন্তু পারেনি ৷’’

বেকারত্ব নিয়েও তিনি কেন্দ্রের মোদি সরকারকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশে বেকারত্ব বাড়লেও বাংলায় তা কমেছে বলে তিনি দাবি করেছেন ৷ সব প্রতিষ্ঠানও বিজেপির সরকার নষ্ট করে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন ৷

এছাড়া জিএসটি নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ অগ্নিপথ নিয়েও সমালোচনা করেন ৷ সেনাবাহিনীকে প্রকৃত সম্মান করা উচিত বলেও তিনি দাবি করেছেন ৷ বিজেপির বিরুদ্ধে তিনি বিভাজনের রাজনীতি করারও অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন : Abhishek Banerjee: দিল্লির কাছে হাত পাতবে না বাংলা, বিজেপিকে বার্তা অভিষেকের

Last Updated :Jul 21, 2022, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.