ETV Bharat / city

শোভনকে কুর্তা-পাজামা, বৈশাখিকে শাড়ি উপহার মমতার

author img

By

Published : Oct 22, 2020, 10:27 PM IST

Updated : Oct 22, 2020, 11:09 PM IST

শোভন চট্টোপাধ্যায়ের জন্য কুর্তা-পাজামা এবং বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের জন্য শাড়ি উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী । পালটা সৌজন্য দেখিয়েছেন শোভন-বৈশাখিও । মুখ্যমন্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছেন তাঁরা।

শোভন - বৈশাখী
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 অক্টোবর : শারদ উৎসবকে সামনে রেখে আবারও কাছাকাছি এলেন শোভন -বৈশাখি ও মমতা বন্দ্যোপাধ্যায় । একে অপরের সঙ্গে পুজোর উপহার বিনিময় করলেন তাঁরা ৷ যা রাজ্য রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ । শোভন চট্টোপাধ্যায়ের জন্য কুর্তা-পাজামা এবং বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের জন্য শাড়ি উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী । পালটা সৌজন্য দেখিয়েছেন শোভন-বৈশাখিও । মুখ্যমন্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছেন তাঁরা।

কিছুদিন আগেই শোভন-বৈশাখিকে রাজনৈতিক সক্রিয় হতে দেখা গেছিল । সম্প্রতি, BJP-র রাজ্য কমিটির পদও পেয়েছিলেন তাঁরা । অনেকেই মনে করেছিলেন এবারে পাকাপাকিভাবেই BJP-র সঙ্গে রাজনৈতিক ময়দানে ঝড় তুলবেন তাঁরা । কিন্তু কার্যত অন্য ছবি সামনে এল । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের সখ্যতার চিত্র দেখা গেল শোভন- বৈশাখির । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ধরনের শাড়ি উপহার দিয়েছেন শোভন-বৈশাখি । ভাইজ়াগে বেড়াতে গিয়ে পোনডরু নামে এক গ্রামের মানুষের তৈরি বিশেষ শাড়ি কিনেছিলেন বৈশাখি ৷ মুখ্যমন্ত্রীকে উপহার স্বরূপ পাঠিয়েছেন সেই শাড়ি । বৈশাখি ও শোভনকে এক নামি সংস্থার কুর্তা - পাজামা ও শাড়ি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, এর আগে শোভন-বৈশাখিকে বাড়ির কালীপুজোতে নিমন্ত্রণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকী ভাইফোঁটার দিনও তাঁরা হাজির ছিলেন 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ‌। "দিদির ডাকে" একুশের ভোটের আগে তাঁরা ঘরে ফিরবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল । যদিও সেই উত্তর সময়ই দেবে ।

Last Updated : Oct 22, 2020, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.