ETV Bharat / city

Mamata on Fuel Price : রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ : মমতা

author img

By

Published : May 23, 2022, 7:54 PM IST

Updated : May 23, 2022, 8:20 PM IST

গত শনিবার কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের উৎপাদন শুল্ক অনেকটা কমিয়েছে (Centre Reduced Excise Duty on Petrol-Diesel) । তার পর রাজ্য কি কমাবে জ্বালানি তেলের কর ? সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) জানিয়ে দিলেন যে রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ ৷

mamata-banerjee-says-bengal-govt-will-not-cut-vat-on-fuel
Mamata on Fuel Price : রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ : মমতা

কলকাতা, 23 মে : পেট্রোপণ্যের উপর নতুন করে ভ্যাটে ছাড় দিতে পারছে না রাজ্য সরকার (Mamata Banerjee says Bengal Govt will not cut VAT on Fuel) । এদিন পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) দেখান যে কেন তা সম্ভব হচ্ছে না ৷ পাশাপাশি জানান, কেন্দ্র শুল্ক কমানোর ফলে তাঁর সরকারের আয় কমে গিয়েছে । সেই পরিসংখ্যানও তিনি তুলে ধরেন ৷

গত শনিবার কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের দাম অনেকটা কমিয়েছে (Centre Reduced Excise Duty on Petrol-Diesel) । মুখ্যমন্ত্রীর বক্তব্য, দাম কমলে কর বাবদ আয় কমে । কেন্দ্রীয় সরকার কর হ্রাস করায় রাজ্য সরকারের জ্বালানি তেল খাতে আয় কমেছে প্রায় 642 কোটি টাকা । তাছাড়া রাজ্য সরকার আগে থেকেই লিটার পিছু এক টাকা করে রিবেট দেয় । ফলে সব মিলিয়ে প্রায় সাড়ে 1100 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে রাজ্যের ৷

মমতা বন্দ্যেপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজস্ব নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন । তিনি বলেন, ‘‘ওরা চালাকি করে । দাম কমাতে হলে সব সময় কেন্দ্রীয় শুল্ক হ্রাস করে । তাতে রাজ্যগুলির আয় কমে যায় । অথচ সেসে হাত দেয় না । কারণ, সেস বাবদ আয়ের পুরোটাই কেন্দ্রীয় সরকারের খাতে জমা হয় ।’’

রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্রীয় শুল্কের হার কমলে রাজ্যের কর থেকেও আয় কমে যায় । সে কারণে প্রতি লিটারে পেট্রলে রাজ্যের 1.80 টাকা, ডিজেলে 1.3 টাকা আয় কমেছে রাজ্যে সরকারের । এর পাশাপশি 1 টাকা করে সেস আগেই ছাড় দিয়েছে রাজ্য । আর তার ফলে বর্তমানে পেট্রলে 2.80 টাকা লিটারে কম পাচ্ছে রাজ্য সরকার । ডিজেলে মিলছে 2.3 টাকা কম । বর্তমানে পেট্রলের উপর রাজ্যের কর 25 শতাংশ । ডিজেলের উপর 17 শতাংশ । আর সামগ্রিকভাবে সে কারণে রাজ্যের মোট 1141 কোটি টাকা লোকসান হতে চলেছে ।

এদিন তিনি কেন্দ্রের বিরুদ্ধে অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি বিমাতৃসুলভ আচরণ করার অভিযোগও করেছেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি শাসিত রাজ্যগুলিকে অনেক বেশি আর্থিক সুবিধা দেয় কেন্দ্র । অবিজেপি রাজ্যগুলি জ্বালানি তেলের দাম কমালেও অন্যখাতে কেন্দ্র ক্ষতি মিটিয়ে দিচ্ছে মোদি সরকার । কিন্তু অবিজেপি রাজ্যগুলিকে সেই সুবিধা দিচ্ছে না ।’’

প্রসঙ্গত, গত শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রলে প্রতি লিটারে 8 টাকা এবং ডিজেলে প্রতি লিটারে 6 টাকা কমানোর কথা ঘোষণা করেন । এপ্রিলে মুদ্রাস্ফীতি গত আট বছরে সর্বোচ্চে উচ্চতায় পৌঁছানোর এক মাস পরে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার । 2020 সালে শুল্ক বৃদ্ধির ফলে পেট্রলের উপর কেন্দ্রীয় কর বেড়ে হয় সর্বোচ্চ 32.9 টাকা প্রতি লিটার এবং ডিজেলের কর বেড়ে হয় 31.8 টাকা প্রতি লিটার । শনিবারের শুল্ক হ্রাসের ফলে পেট্রলের দাম প্রতি লিটারে 9.5 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 7 টাকা কমবে ।

আরও পড়ুন : Mamata Slams Modi Govt : এজেন্সি দিয়ে দেশ শাসন করছে কেন্দ্র, মোদি সরকারকে আক্রমণ মমতার

Last Updated : May 23, 2022, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.