ETV Bharat / city

সুষমাজির অভাব অনুভব করব, টুইট মমতার

author img

By

Published : Aug 7, 2019, 10:24 AM IST

সুষমা স্বরাজের প্রয়াণে টুইটে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

সুষমাজির অভাব অনুভব করব, টুইট মমতার

কলকাতা, 7 অগাস্ট : প্রাক্তন বিদেশমন্ত্রী তথা BJP নেত্রী সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে । সুষমার প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও, প্রাক্তন বিদেশমন্ত্রীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল মমতার, টুইটে লিখেছেন সে কথা ৷

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, "সুষমা স্বরাজজির অকস্মাৎ প্রয়াণে মর্মাহত আমি । নয়ের দশক থেকে ওঁকে চিনতাম ।''

  • Deeply saddened, shocked at the sudden passing away of Sushma Swaraj Ji.I knew her since the 1990s.Even though our ideologies differed, we shared many cordial times in Parliament. An outstanding politician, leader, good human being.Will miss her.Condolences to her family/admirers

    — Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর কথায়, সুষমার সঙ্গে তাঁর আদর্শগত পার্থক্য ছিল, দুজনে কিন্তু সংসদে একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন । সুষমাকে একজন অসামান্য রাজনীতিক ও নেত্রী বলেও উল্লেখ করেন মমতা৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, সুষমা সবার উপরে একজন অসাধারণ ভালো মানুষ ছিলেন । তাঁর কথায়, ''ওঁর অভাব বোধ করব । ওঁর পরিবার এবং সমর্থকদের সমবেদনা জানাই ।''

New Delhi, Aug 07 (ANI): Former external affairs minister Sushma Swaraj passed away at the age of 67 due to cardiac arrest at AIIMS Delhi. Union Road Transport and Highways Minister Nitin Gadkari and Union Railways Minister Piyush Goyal remembered her. Union Road Transport and Highways Minister Nitin Gadkari said, "Passing away of Sushma ji is a personal loss for me, BJP, and the country. Since the inception of the party, she played a key role in its expansion. When I was the President of BJP, she gave me guidance as an elder sister." Union Railways Minister Piyush Goyal remembered her and said, "Passing away of Sushma ji is an irreparable loss. People of the country will remember her contribution for a long time. Whenever any Indian got into trouble, didi took care of it herself, even when it came to the return of a single nurse from abroad."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.