ETV Bharat / city

Mamata Banerjee : মুখ্যমন্ত্রী পদে থাকতে উপনির্বাচন, মমতাকে আক্রমণ বিরোধীদের; সাফাই শাসকদলের

author img

By

Published : Sep 29, 2021, 9:18 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটে হেরে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ফের উপ-নির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এমন ঘটনা বঙ্গ রাজনীতিতে এই প্রথম ৷ বিরোধীরা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করে চলেছে ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর : মিত্র ইনস্টিটিউটশন । ভবানীপুর নির্বাচনী কেন্দ্রের একটি অতি সাধারণ স্কুলবাড়ি । নির্বাচনের ঢাকে কাঠি পড়লেই এই স্কুল বাড়ির দিকে নজর পড়ে । এখানে ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখানেই এবারে তাঁর ভোট প্রয়োগ নিয়েই যত তর্ক-বিতর্ক, নিন্দা-মন্দ, বিরোধীদের আক্রমণ ৷

সংসদীয় রাজনীতিতে যখন প্রথমবার প্রার্থী হিসাবে অংশ নিয়েছিলেন মমতা, হারিয়েছিলেন সিপিএমের দাপুটে নেতা এবং মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র সোমনাথ চট্টোপাধ্যায়কে । দিন গড়িয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির আঙিনায় মহীরুহতে পরিণত হয়েছেন । দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ভোট বা বিধানসভা নির্বাচনের ভোটদান, মিত্র ইনস্টিটিউশনে মমতা বন্দ্যোপাধ্যায় শেষবেলায় ভোট দিতে আসেন । নিজের সমর্থনে নিজেকে ভোট দিয়েছেন । কিন্তু ভোটে হেরে জেতার জন্য উপনির্বাচনে ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই ছবি দেখা যায়নি । শুধু তাই নয়, ভবানীপুরের উপনির্বাচন আরও একটি ইতিহাসের সন্ধিক্ষণে । কারণ, ভোটে হেরে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রীকে উপনির্বাচন লড়ে নিজের আসন বাঁচাতে হয়নি ।

বর্তমান শাসকদলের মন্ত্রী এবং ছ'মাস আগে ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হওয়া শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, "দেখুন আগে হয়নি বলে ভবিষ্যতে ঘটবে না তা তো কোনও কথা নয় । এখন পরিস্থিতি এই জায়গায় দাঁড় করিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী । তাঁর নেতৃত্বে আমরা পরিচালিত হই । তিনি ভবানীপুরকে অকাল নির্বাচন উপহার দিলেন কেন এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না । মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মেয়ে । 30 অক্টোবর বাকি উপনির্বাচন হবে । আমি খড়দা থেকে দাঁড়াব । তাই ভবানীপুরে আমি রিসিভিং এন্ডে থেকে গেলাম কি না এই প্রশ্নের উত্তর দেব না । বলতে পারি দলের প্রয়োজনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সরে দাঁড়িয়েছিলাম । এখন একটাই লক্ষ্য, বড় ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে আসা । বিরোধীদের উপস্থিতি দেখতেই পাচ্ছি না ৷" কলকাতা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে গাড়িতে ওঠার সময় এই কথাগুলো বললেন শোভনদেব ।

দলনেত্রীর সমর্থনে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যাটন ধরা স্বাভাবিক । কিন্তু তাতে বিরোধীদের সুর থামানো যাচ্ছে না । সিপিএম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন, "এই নির্বাচন চাপিয়ে দেওয়া হল । মুখ্যমন্ত্রী সাপ্লি দেওয়ার দৌড়ে রয়েছেন । তাই তার এই তাড়াহুড়ো । তৃণমূল এবং বিজেপি দু'টোই একই মুদ্রার দুই পিঠ ।"

ভোটে হেরেও উপ-নির্বাচন করানোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মীনাক্ষী মুখোপাধ্যায়

অকাল বোধনের মতো অকাল ভোট ভবানীপুরে । নির্বাচন আয়োজন যে বিপুল খরচ চাপিয়ে দেওয়া হল সেটা নিয়ে প্রশ্ন উঠছে । শ্রীজীব বিশ্বাস বলেন, "নিজে খরচ কমানোর কথা বলেন ৷ অথচ নিজেই বিপুল খরচের বোঝা চাপিয়ে দিলেন । আদালত সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই তুলেছে ৷" তাই সব মিলিয়ে ভবানীপুরের উপনির্বাচন দুর্যোগের আকাশের মতোই ঘনঘটায় ভরা ।

আরও পড়ুন : Ashok K. Lahiri : বসন্তের ঝরা মুকুল নই, ঘাসফুলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.