ETV Bharat / city

Mamata Banerjee: আদালতের রায়েও ভরসা নেই, পেগাসাস জুজুতে আমলাদের আইফোন ব্যবহারের নির্দেশ মমতার

author img

By

Published : Oct 15, 2022, 3:40 PM IST

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের কর্তা তথা সচিবদের সরকারি কাজকর্ম এবং টেক্সট মেসেজ পাঠানোর ক্ষেত্রে আইফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে (Mamata Banerjee directs her bureaucrats to use iPhones)। আরও খোলসা করে বলতে গেলে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর ভরসা রাখতে পারছে না নবান্ন (Nabanna)।

Mamata Banerjee
পেগাসাস জুজুতে আমলাদের আইফোন ব্যবহারের নির্দেশ মমতার

কলকাতা, 15 অক্টোবর: দেশের সর্বোচ্চ আদালত যদিও পেগাসাস বিতর্কে জল ঢেলে দিয়েছে আগেই, তবুও পেগাসাস (Pegasus Spyware) আতঙ্ক পিছু ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি যে ফোনে আড়ি পাতা নিয়ে রীতিমতো আতঙ্কিত তার প্রমাণ মিলল শনিবার বিশেষ সূত্রে পাওয়া একটি খবরে । কী সেই খবর ? নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের কর্তা তথা সচিবদের সরকারি কাজকর্ম এবং টেক্সট মেসেজ পাঠানোর ক্ষেত্রে আইফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে (Mamata Banerjee directs her bureaucrats to use iPhones)। আরও খোলসা করে বলতে গেলে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর ভরসা রাখতে পারছে না নবান্ন। আর তাই নবান্নের কর্তাদের এই আইওএস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বাইরে থেকে এই নির্দেশিকাকে একটু অদ্ভূত মনে হলেও এর মধ্যে যথেষ্ট যুক্তিও খুঁজে পাচ্ছে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেন কার সাধ্যি! রাজনৈতিকমহল মুখ্যমন্ত্রীর এহেন ভাবনার পেছনে সাম্প্রতিক অতীতে হইচই ফেলে দেওয়া পেগাসাস বিতর্কেরই ছায়া দেখতে পাচ্ছে ৷ সাম্প্রতিক অতীতে ফোনে আড়ি পাতা নিয়ে হইচই পড়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে। স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে রাহুল গান্ধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের মতো রাজনৈতিক নেতা ও কুশলীদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল মোবাইল ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়ে সাংবাদিক সম্মেলন করতে। পরে জনসভায় গেলে সেই ফোন উঁচিয়ে দেখাতেনও তিনি। এছাড়া বহুবার সরকারি ও রাজনৈতিক সভা থেকে তিনি বলেছেন, হোয়াটসঅ্যাপ কলও নিরাপদ নয়। তার চেয়ে ফেসটাইমে কথা বলা ভাল।

তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পেগাসাস নিয়ে তাদের রায়ও শুনিয়েছে। পেগাসাস-কাণ্ডে 3টি অংশে রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি। এর মধ্যে 2টি টেকনিক্যাল কমিটির, আরেকটি অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে গঠিত নজরদারি কমিটির। এই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছিল, যে 29টি ফোন পরীক্ষা করা হয়েছে তাতে পেগাসাসের প্রমাণ মেলেনি। তবে পাঁচটি ফোনে ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। যে 5টি ফোনে ম্যালওয়্যার মিলেছে, সেগুলি সাইবার নিরাপত্তার অভাবের কারণে ঘটেছে বলে টেকনিক্যাল কমিটির রিপোর্টে দাবি।

আরও পড়ুন: ‘অমানবিক’, অভিষেকের চোখের অস্ত্রোপচার নিয়ে ব্যঙ্গের জবাব কুণালের

কিন্তু দেশের শীর্ষ আদালতের রায়দানের পরেও আড়ি পাতার প্রশ্নে বিশ্বাস রাখতে পারছেন না তৃণমূল সুপ্রিমো। আর তাই প্রাইভেসি প্রশ্নে আমলাদের আইফোন ব্যবহারের নির্দেশ নবান্নের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.