ETV Bharat / city

Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

author img

By

Published : Nov 9, 2021, 1:37 PM IST

Updated : Nov 9, 2021, 3:26 PM IST

শীতকালীন অধিবেশনে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ভাষণে তিনি দেউচা-পাচামি কয়লা উত্তোলন প্রকল্পের পুনর্বাসন প্যাকেজের কথা ঘোষণা করেন ৷

mamata banerjee assures that land acquisition in deucha-panchami will not be like singur
Mamata Banerjee : দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণ সিঙ্গুরের মতো হবে না, ঘোষণা মমতার

কলকাতা, 9 নভেম্বর : বীরভূমের দেউচা-পাচামিতে কয়লা উত্তোলন প্রকল্প (Deucha-Panchami Coal Block Project) শুরু করতে চলেছে রাজ্য সরকার ৷ সেই প্রকল্পের খুঁটিনাটি মঙ্গলবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ জানালেন, সিঙ্গুরে জমি অধিগ্রহণ (Singur Land Acquisition) নিয়ে বাম-সরকার যে ভুল করেছিল, তাঁর সরকার সেই ভুল করবে না ৷

প্রসঙ্গত, দেউচা-পাচামি হল বীরভূমের মহম্মদবাজার হরিণ সিং কোল ব্লক । 3400 একর জমি নিয়ে 1178 মিলিয়ন হেক্টর কয়লা । 1148 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট জমা রয়েছে । এই যে 3400 একরের মধ্যে এক হাজার একর সরকারি জমি । মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা আগে সরকারি জমিতে কাজ শুরু করব । তারপর ধাপে ধাপে অন্যান্য জায়গায় জমি নেওয়া হবে ।’’

আরও পড়ুন : Municipal Elections : বড় দিনের আগেই কলকাতায় ফের ভোটের দামামা

সরকারি হিসেব অনুযায়ী, এই এলাকায় 12টি গ্রামে 4314টি বাড়িতে 21 হাজারের বেশি মানুষ বাস করেন । যার মধ্যে তিন হাজার ছ’শো জন তফশিলি জাতিভুক্ত এবং 9034 জন তফশিলি উপজাতিভুক্ত ৷ বিপুল কয়লা জমা থাকায় যে এলাকা দেশের সবচেয়ে বড় কোল ব্লকগুলির মধ্যে অন্যতম ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখান থেকে উত্তোলিত কয়লা শুধু জেলা নয়, রাজ্য ও দেশের অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে । এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান হবে । রাজ্য সরকার 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করছে । সমগ্র প্রকল্পটি ধাপে ধাপে করা হবে ।

আরও পড়ুন : Metro Dairy Case: হাইকোর্ট নির্দেশ দিলে মেট্রো ডেয়ারি মামলার তদন্তে প্রস্তুত সিবিআই

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দেউচা-পাচামিতে 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ এর মধ্যে 10 হাজার কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে ঘোষণা করা হবে ৷ প্রথম পর্যায়ে দেওয়ানগঞ্জ থেকে কাজ শুরু হবে ৷

তিনি জানান, জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ বাড়িও দেওয়া হবে ৷ পরিবার পিছু একজন কাজও পাবেন ৷ ক্ষতিপূরণের নানা স্তর থাকবে বলেও তিনি জানান ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপি আচ্ছে দিনের কথা বললে খারাপ দিন আসে, বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বাড়ি-সহ জমি থাকলে বিঘা প্রতি 10-13 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ এছাড়াও স্থানান্তকরণের জন্য পাবেন পাঁচ লক্ষ টাকা । আর আর কলোনিতে পাবেন 600 বর্গফুটের বাড়ি । যে সব পরিবার বাড়ি জমি হারাবে, তাদের পরিবারের একজন জুনিয়র কনস্টেবলের চাকরি পাবেন । এমন চাকরি পাবেন 4942 জন ।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রায় 3 হাজার জন ক্রাশার লেবার রক্ষণাবেক্ষণের জন্য 1 লক্ষ 20 হাজার টাকা পাবেন । ওই এলাকায় 160 জন কৃষি শ্রমিক 50 হাজার টাকা পাবেন । 500 দিনের জন্য 100 দিনের কাজ পাবেন । 285 জন ক্রাশার মালিক তাঁদের জমি বাড়ির দাম এবং 50 হাজার টাকা শিফ্টিং অ্যালাউন্স পাবেন । ছয় মাস ধরে 10 ট্রাক ব্যাসল্ট বিনামূল্যে পাবেন । কাছের চাঁদা মৌজায় ব্যাসল্ট শিল্প উদ্যানের পুনর্গঠন হবে । 27 জন খাদান মালিক জমি ও বাড়ির দাম পাবেন ।

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

পুরো ঘোষণা শেষ করার পর সিঙ্গুরের প্রসঙ্গ তোলেন মমতা ৷ বলেন, ‘‘সিঙ্গুর যেভাবে অধিগ্রহণ করা হয়েছিল আমরা সেভাবে করব না ৷’’ সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ তুলেই রাজ্যে রাজনৈতিক শক্তিবৃদ্ধি হয় মমতার দল তৃণমূল কংগ্রেসের ৷ সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের উপর ভর করেই 2011 সালে ক্ষমতায় আসেন মমতা ৷

পরে আদালতের রায়েও দেখা যায় যে সিঙ্গুরে জমি অধিগ্রহণের পদ্ধতি ভুল ছিল ৷ সেই পথে যে তাঁর সরকার হাঁটবে না, সেটাও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Kolkata Book Fair & Film Festival : আগামী বছরের শুরুতেই বইমেলা ও চলচ্চিত্র উৎসব, ঘোষণা রাজ্য সরকারের

একই সঙ্গে এদিন বিধানসভায় তাঁর সরকারের একাধিক প্রকল্পের কথাও জানিয়েছেন তিনি ৷ 16 নভেম্বর থেকে দুয়ারে রেশন চালু হবে ৷ গাড়িতে করে রেশন যাবে ৷ পাড়ায় একটা জায়গায় দাঁড়াবে ৷ 8 লক্ষ 94 হাজার পড়ুয়া ট্যাবের টাকা পাচ্ছে ৷

অন্যদিকে দুয়ারে সরকার নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের সরকারের অসামান্য প্রকল্প দুয়ারে সরকার ৷ আগামিদিনে বিশ্বের এক নম্বর প্রকল্প হিসেবে মাথা তুলে দাঁড়াবে ৷’’

Last Updated :Nov 9, 2021, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.