ETV Bharat / city

নেতাজিকে সম্মান দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে আক্রমণ মমতার

author img

By

Published : Jan 23, 2021, 7:10 PM IST

Updated : Jan 23, 2021, 10:20 PM IST

mamata attacks modi government on netaji issue
নেতাজিকে সম্মান দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে আক্রমণ মমতার

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী৷ সেই উপলক্ষে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রেড রোডে আয়োজিত এক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন৷

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি৷ এমনকী নেতাজির জন্মদিনকে কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটি হিসেবে ঘোষণাও করেনি বলে তিনি অভিযোগ করেন৷

আজ, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী৷ সেই উপলক্ষে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রেড রোডে আয়োজিত এক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন৷ নেতাজির জন্মদিনে কেন জাতীয় ছুটি ঘোষণা হবে না, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে৷ আর নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করতে হবে৷

তিনি জানান, আজাদ হিন্দ বাহিনী মনুমেন্ট তৈরি করবে রাজ্য সরকার৷ নেতাজিকে সম্মান জানাতেই তাঁর সরকার এই কাজ করবে বলে তিনি জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, নেতাজির জন্মদিন পরাক্রম দিবস কেন? কেন দেশনায়ক, দেশপ্রেম দিবস হবে না?

এদিন রাজ্য সরকার দেশনায়ক দিবস পালন করছে৷ কেন তা করছে, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নেতাজিকে দেশনায়ক বলেছিলেন৷ তাই এদিন রবি ঠাকুর ও নেতাজিকে মেলবন্ধন ঘটিয়েছে রাজ্য সরকার৷

আরও পড়ুন : চপ খেয়েছিলেন নেতাজি, জন্মজয়ন্তীতে আজও বিনা পয়সায় তেলেভাজা বিতরণ হয় এই দোকানে

একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, দেশের রাজধানী কেন শুধু দিল্লিতে থাকবে? মুখ্যমন্ত্রীর প্রস্তাব, দেশের চারটি রাজধানী হোক৷ তার মধ্যে একটি রাজধানী হোক কলকাতায়৷ বাকি তিনটি রাজধানী দিল্লি, দক্ষিণ ভারত ও উত্তর-পূর্ব ভারতে হোক বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Last Updated :Jan 23, 2021, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.