Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

author img

By

Published : Nov 13, 2021, 5:34 PM IST

Updated : Nov 13, 2021, 6:57 PM IST

Mahua Moitra
গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া ()

কৃষ্ণনগর টু গোয়া ৷ বড় দায়িত্বে মহুয়া মৈত্র ৷

কলকাতা, 13 নভেম্বর : বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় দলীয় সংগঠন বাড়াতে সাংসদ মহুয়া মৈত্রের উপর ভরসা রাখলেন মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ গোয়া তৃণমূলের দায়িত্ব দেওয়া হল কৃষ্ণনগরের সাংসদকে ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে ৷

এদিন তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে এই ঘোষণা করা হয় ৷ সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সাক্ষর করা চিঠিতে বলে হয়েছে, গোয়ার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর নির্দেশেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে এই দায়িত্ব দিল দল ৷

রাজনৈতিক মহলের মতে, মহুয়ার কাছে এই দায়িত্ব যথেষ্ট চ্যালেঞ্জের ৷ কারণ গোয়ায় তৃণমূলের পথচলা সবেমাত্র শুরু হয়েছে ৷ পশ্চিমবঙ্গের বাইরে গোয়ার আগামী বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরার পৌরভোটকে পাখির চোখ করেছে তৃণমূল শিবির ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্য়োপাধ্যায় নিজে গোয়া সফর করে গিয়েছেন ৷ সেখানে গিয়ে তিনি ডাক দিয়েছেন ক্ষমতাসীন বিজেপিকে সরিয়ে তৃণমূলের হাত ধরে গোয়ায় নতুন ভোর আনার ৷ সেই লক্ষ্যে এখন তৃণমূল জোর দিচ্ছে গোয়ায় নিজেদের সংগঠন বৃদ্ধির দিকে ৷ পালা করে দলের বিধায়ক-সাংসদরা গোয়ায় গিয়ে ঘাঁটি গাড়ছেন ৷

আরও পড়ুন : Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ৷ তাঁকে রাজ্যসভাতেও পাঠাচ্ছেন মমতা বন্দোপাধ্যায় ৷ মমতার সাম্প্রতিক গোয়া সফরেই তাঁর হাত ধরে তৃণমূলে এসেছেন বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ৷ সবকিছুর মূলেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের লক্ষ্য এক, গোয়ার দলের খুঁটি শক্ত করা ৷ সেই পথেই এবার গোয়ায় টিম তৃণমূলে নয়া সংযোজন মহুয়া মৈত্র ৷ বাগ্মী সাংসদ হিসেবে ইতিমধ্যেই সংসদের ভিতরে-বাইরে যথেষ্ট নজর কেড়েছেন তিনি ৷ জাতীয় রাজনীতিতেও বেশ পরিচিত মুখ লড়াকু মানসিকতার মহুয়া ৷ এবার গোয়ায় নিজেদের স্বপ্ন পূরণে তাঁর উপরেই আস্থা রাখলেন মমতা-অভিষেক ৷

Last Updated :Nov 13, 2021, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.