ETV Bharat / city

Manik Bhattacharya Arrest: মানিক গ্রেফতার হতেই চাকরিপ্রার্থীদের ধর্নায় অনুষ্ঠিত হল মহিষাসুরমর্দিনী

author img

By

Published : Oct 11, 2022, 5:36 PM IST

Updated : Oct 11, 2022, 5:48 PM IST

Mahishasura Mardini played by TET Agitators after Manik Bhattacharya Arrest
Manik Bhattacharya Arrest: মানিক গ্রেফতার হতেই চাকরিপ্রার্থীদের ধর্নায় অনুষ্ঠিত হল মহিষাসুরমর্দিনী

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya Arrest) ৷ তারপরই প্রাথমিকের এই চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে অনুষ্ঠিত হল মহিষাসুরমর্দিনী (Mahishasura Mardini) ৷

কলকাতা, 11 অক্টোবর: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার (Manik Bhattacharya Arrest) হতেই অভিনব কায়দায় দুর্নীতির প্রতিবাদে সরব হলেন চাকরিপ্রার্থীরা ৷ যা উস্কে দিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার পরের কিছু ঘটনার স্মৃতি ৷

মঙ্গলবারই মানিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) ৷ এর আগে পার্থকেও ইডি (ED)-ই গ্রেফতার করেছিল ৷ সেই সময় বিজেপি কর্মীরা পার্থ সেজে পথে পথে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন ৷ এবার মানিকের রূপে সাজলেন এক চাকরিপ্রার্থী ৷ মানিকবেশী সেই 'মহিষাসুর'কে 'বধ' করলেন দুর্গতিনাশিনী 'দুর্গা' (Mahishasura Mardini) ! সেই ভূমিকাতেও অভিনয় করলেন আর এক চাকরিপ্রার্থী ৷ অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল শহর কলকাতা ৷

আরও পড়ুন: 'গ্রেফতার হচ্ছেন', রাত 1টায় মানিককে জানিয়েছিল ইডি

শিক্ষা ক্ষেত্রে নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা ৷ প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, বর্তমান সরকারের জমানায় সবক'টি স্তরেই নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে ! তারই প্রতিবাদে আন্দোলন, ধর্না, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা ৷ এঁদের অন্যতম হলেন 2014 সালে টেট পাশ করা সেইসব চাকরিপ্রার্থী, যাঁরা আজও নিয়োগপত্র হাতে পাননি ৷

ধর্নাস্থলে মহিষাসুরমর্দিনী !

প্রাথমিকের এই চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে কলকাতার ধর্মতলা চত্বরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন ৷ পুজোর (Durga Puja 2022) আগেই নিয়োগের দাবি জানালেও তাঁদের সেই দাবি পূরণ হয়নি ৷ এদিকে, লম্বা দড়ি টানাটানির পর মঙ্গলবারই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি ৷ অভিযোগ, মানিকের আমলেই প্রাথমিকের নিয়োগে বিস্তর গরমিল হয়েছে ৷ এমনকী, মানিক নিজেও বেআইনি পথে প্রচুর টাকা আত্মসাৎ করেছেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে ৷ এই প্রেক্ষাপটে চাকরি না পেলেও মানিকের গ্রেফতারিতে খুশি আন্দোলনকারীরা ৷

এদিন প্রাথমিকের এই চাকরিপ্রার্থীদের ধর্নাস্থলেই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠিত হয় ৷ মানিকবেশী অসুরকে বধ করেন দুষ্টের দমন এবং শিষ্টের পালনকারী মা ! অসুর বধের সেই 'মুহূর্তে'ই বেজে ওঠে শঙ্খধ্বনি ! সঙ্গে স্লোগানও চলতে থাকে ৷ তবে, এত কিছু সত্ত্বেও চোখের জল থামছে না চাকরিপ্রার্থীদের ৷ তাঁদের দাবি, প্রতিশ্রুতি অনেক হয়েছে, এবার অন্তত নিয়োগপত্র পাঠানো হোক ৷

Last Updated :Oct 11, 2022, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.