ETV Bharat / city

Sandhya Mukherjee rejects Padmashree : পদ্মশ্রী ফেরালেন সন্ধ্যা মুখোপাধ্যায়

author img

By

Published : Jan 25, 2022, 9:03 PM IST

Updated : Jan 25, 2022, 9:34 PM IST

'পদ্মশ্রী' সম্মান ফিরিয়ে দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Legendary Sandhya Mukherjee rejects Padma award) ৷ হেমন্ত মুখোপাধ্যায়ের পথে হেঁটেই কেন্দ্রের পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করলেন কিংবদন্তি ৷

Sandhya Mukherjee rejects Padmashree
পদ্মশ্রী ফেরালেন সন্ধ্যা মুখোপাধ্যায়

কলকাতা, 25 জানুয়ারি : 'আমার মন সায় দিচ্ছে না ৷ আমার শ্রোতারাই আমার পুরস্কার ৷' এই মর্মে 'পদ্মশ্রী' সম্মান ফিরিয়ে দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Legendary Sandhya Mukherjee rejects Padma award) ৷ হেমন্ত মুখোপাধ্যায়ের পথে হেঁটেই কেন্দ্রের পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করলেন কিংবদন্তি ৷

কিন্তু বর্ষীয়ান গায়িকা কেন পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করতে গেলেন ? কারণ অনুসন্ধানে নেমে জানা যায় কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক মঙ্গলবার যেভাবে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান গ্রহণের কথা জানায় সেটা মেনে নিতে পারেননি সুরের জাদুকর ৷ কেন্দ্রীয় সচিবালয় এদিন বর্ষীয়ান গায়িকাকে টেলিফোনে বলে, "আমরা আগামিকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি নেবেন ? তাহলে অন্যান্য পুরস্কারপ্রাপকদের সঙ্গে আগামিকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে।"

আরও পড়ুন : Padma Awards 2022 : সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই মনোক্ষুন্ন হন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ কোনও গুণী ব্যক্তিকে কখনও এমনভাবে সম্মানিত করা হয় বলে জানা নেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তিনি দ্রুত কেন্দ্রীয় সরকারের ওই আমলাকে জানিয়ে দেন এই প্রস্তাবে তিনি রাজি নন। আশির দশকে একই কেন্দ্রীয় সরকারের পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায় ৷

2011 রাজ্য সরকার 'বঙ্গবিভূষণ' সম্মানে সম্মানিত করেছিল প্রবাদপ্রতিম এই শিল্পীকে ৷ 1971 জাতীয় পুরস্কার পেয়েছিলেন উস্তাদ গুলাম আলি খানের শিষ্যা সন্ধ্যা মুখোপাধ্যায় ৷

Last Updated :Jan 25, 2022, 9:34 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.