ETV Bharat / city

KMC Election 2021 : ‘নির্বাচনী সন্ত্রাসের প্রতিবাদে’ সোম-মঙ্গলে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ বামেদের

author img

By

Published : Dec 19, 2021, 8:23 PM IST

left front will protest against violence in kmc election 2021
KMC Election 2021 : ‘নির্বাচনী সন্ত্রাসের প্রতিবাদে’ সোম-মঙ্গলে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ বামেদের

আগামী সোম ও মঙ্গলবার (আগামিকাল ও পরশু) রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ করবে বামফ্রন্ট (State Wide Left Protest) ৷ কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) সন্ত্রাসের অভিযোগ তুলে (Violence in KMC Election 2021) আন্দোলনে নামার কথা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose on Election Violence) ৷

কলকাতা, 19 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) সন্ত্রাসের অভিযোগ তুলে (Violence in KMC Election 2021) আগামী সোম ও মঙ্গলবার (আগামিকাল ও পরশু) রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ করবে বামফ্রন্ট (State Wide Left Protest) ৷ রবিবার ভোট পর্ব মিটতেই একথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose on Election Violence) ৷

আরও পড়ুন : BJP workers detained : কলকাতা পৌরভোটে সন্ত্রাসের অভিযোগে বর্ধমানে রাস্তা অবরোধের চেষ্টা, আটক বিজেপির নেতা-কর্মী

রবিবার ছিল কলকাতা পৌরনিগমের নির্বাচন ৷ এদিন শহরে বড় কোনও গন্ডগোল না হলেও বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়ায় ৷ যদিও বামেদের দাবি, নির্বাচনকে ঘিরে দিনভর সন্ত্রাসের সাক্ষী থেকেছে কলকাতা ৷ বামেদের বহু কর্মী ও প্রার্থী আক্রান্ত এবং আহত হয়েছেন বলে জানিয়েছেন বিমান ৷ তাঁদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে অন্যতম সিপিএম প্রার্থী তথা এবং কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র পরিষদ ফৈয়াজ আহমেদ খান ৷

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে সন্ত্রাসের অভিযোগে কমিশনে বিক্ষোভ, গ্রেফতার বিজেপি প্রার্থী

এরই প্রতিবাদে সোম ও মঙ্গলবার রাজ্যজুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বামেরা ৷ এই দু’দিন রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করা হবে ৷ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে নিজেদের অভিযোগ জানিয়ে স্মারকলিপিও পেশ করবেন বাম প্রতিনিধিরা ৷ এই প্রসঙ্গে সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘‘এর আগে ত্রিপুরার পৌর নির্বাচনেও আক্রান্ত হতে হয়েছিল বিরোধীদের ৷ আর এবার কলকাতাতেও একই ঘটনা ঘটল ৷’’ এর জেরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন বিমান, রবীনরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.