ETV Bharat / city

Subrata Mukherjee : আজ বিকেলে শেষকৃত্য সুব্রতর

author img

By

Published : Nov 5, 2021, 1:06 AM IST

last-rites-of-subrata-mukherjee-will-be-performed-on-friday
আজ বিকেলে শেষকৃত্য সুব্রতর

বৃহস্পতিবার রাত 9টা 22 মিনিটে প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ৷ শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে হবে তাঁর শেষকৃত্য ৷

কলকাতা, 5 নভেম্বর : দীপাবলির রাতকে অন্ধকার করে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-এ এসেছিলেন ৷ পরে তিনি জানান, প্রিয় সুব্রতদার মৃতদেহ তিনি দেখতে পারবেন না ৷ সুব্রতর প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল নেতারা ৷ শোকে ভেঙে পড়েন তাঁরা ৷

শোকের আবহের মধ্যেই সুব্রতর দেহ হাসপাতাল থেকে বের করা হয় ৷ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে ৷ রাতে পঞ্চায়েত মন্ত্রীর মৃতদেহ সেখানেই থাকবে ৷

সেখান থেকে সকাল 10টার সময় দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে ৷ সাধারণ মানুষ তাঁকে সেখানে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবেন দুপুর 2টো পর্যন্ত ৷ তারপর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায় ৷ জীবনের শেষ দিন পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক ৷

আরও পড়ুন : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত

বিধানসভা থেকে দেহ নিয়ে যাওয়া হবে গড়িয়াহাটের বাসভবনে ৷ পরে একডালিয়ার এভারগ্রিন ক্লাব হয়ে দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে ৷ সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.