ETV Bharat / city

KMC Election 2021 : কোথাও মিছিল, কোথাও দরজায় কড়া নাড়া, শেষবেলায় তেড়েফুঁড়ে প্রচার বামেদের

author img

By

Published : Dec 17, 2021, 8:43 PM IST

last day vote campaign of left candidates for kmc election 2021
KMC Election 2021 : শেষবেলার প্রচারে মিছিলে হাঁটলেন বাম প্রার্থীরা, বাড়ি বাড়ি ঘুরে চাইলেন ভোট

কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) শেষ দিনের প্রচারে শহরের নানা প্রান্তে মিছিল করলেন বাম প্রার্থী ও কর্মী-সমর্থকরা ৷ মানুষের দরজায় দরজায় ঘুরে করলেন জনসংযোগ ৷

কলকাতা, 17 ডিসেম্বর : শুক্রবার ছিল কলকাতা পৌর নির্বাচনের (KMC Election 2021) প্রচারের শেষ দিন ৷ তাই তৃণমূল, বিজেপি-র মতো বাম প্রার্থীরাও দিনভর ব্যস্ত থাকলেন প্রচারে ৷ নবীন থেকে প্রবীণ, মানুষের দরজায় দরজায় পৌঁছে গেলেন সব বয়সের বাম প্রার্থীরা ৷

আরও পড়ুন : KMC Election 2021 : শেষবেলার প্রচারে বিজেপি রাজ্য সভাপতির নিশানায় তৃণমূল সুপ্রিমো

2 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলিনা সরকার এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন ৷ পাশের 1 নম্বর ওয়ার্ডে পল্লব মুখোপাধ্য়ায়ের হয়ে প্রচার করেন রেড ভলান্টিয়ার্সের সদস্যরা ৷ 98 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সমর্থনে মিছিলে পা মেলান অভিনেতা বাদশা মৈত্র ৷ 37 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মিঠু দাসের সমর্থনে এলাকায় মিছিল বের করেন দলীয় সহকর্মীরা ৷ নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা অনাদি সাহু ৷

আরও পড়ুন : KMC Election 2021 : বহিরাগত ও দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে কমিশনের দ্বারস্থ বামেরা

44 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সৈয়দ কাসিমউদ্দিনের সমর্থনে বড় মিছিল করেন বাম কর্মীরা ৷ এই মিছিলে হাজির ছিলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম ৷ 38 নম্বর ওয়ার্ডে প্রশান্ত দে-র সমর্থনে এলাকায় মিছিল করেন বামকর্মীরা ৷ 92 নম্বর ওয়ার্ডে মিছিল করে ভোট ভিক্ষা চান বাম প্রার্থী মধুছন্দা দেব ৷ মিছিল হয় 8 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী মাধব বসু এবং 10 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী করুণা সেনগুপ্তর সমর্থনেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.