ETV Bharat / city

Kurseong MLA on Gorkha: গোর্খা জনজাতিগুলিকে পুনরায় এসসি/এসটি তালিকায় আনার দাবি কার্শিয়াঙের বিধায়কের

author img

By

Published : Sep 16, 2022, 7:34 PM IST

গোর্খা জনজাতিগুলিকে পুনরায় এসসি ও এসটি (Gorkha tribe inclusion in SC ST list) তালিকাভুক্ত করার দাবিতে সরব হলেন কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা (Kurseong MLA on Gorkha)।

kurseong-mla-seeks-gorkha-tribes-inclusion-in-sc-st-list
গোর্খা জনজাতিগুলিকে পুনরায় এসসি/এসটি তালিকায় আনার দাবি কার্শিয়াঙের বিধায়কের

কলকাতা, 16 সেপ্টেম্বর: পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জনজাতিগুলিকে পুনরায় তফশিলি জাতি ও উপজাতি (Gorkha tribe inclusion in SC ST list) তালিকাভুক্ত করার জন্য দাবি করলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা । শুক্রবার রাজ্য বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনার সময় এই দাবি করলেন তিনি (Kurseong MLA on Gorkha)।

তাঁর দাবি, স্বাধীনতার আগে 1921 এবং 1941 দুই জনগণনাতেই গোর্খা জনজাতিগুলিকে এসসি, এসটি বলে উল্লেখ করা হলেও পরবর্তীতে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । তিনি দাবি করেছেন, "স্বাধীনতার সময়ও দার্জিলিংয়ের গোর্খা জনজাতিগুলি এই তালিকার অন্তর্ভুক্ত ছিল । পাহাড়ের দীর্ঘদিনের দাবি, আবার তাদের এই তালিকার অন্তর্ভুক্ত করা হোক । আমি দাবি জানাচ্ছি সেই দাবি মেনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার গোর্খা জনজাতিগুলিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে কাজ করুক ।"

তিনি আরও বলেন, গোর্খা মানুষজনের দীর্ঘদিনের এই দাবি কার্যকর হলে তাঁরা যে দার্জিলিংয়ের প্রাচীন বাসিন্দা তা প্রমাণ হয়ে যাবে । প্রসঙ্গত এই মুহূর্তে পাহাড়ে গোর্খাদের বলা হয় তারা নেপাল থেকে এখানে এসেছেন । কিন্তু গোর্খাদের একটা বড় অংশই বলে, তারা দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা ৷ মূলত এই দাবিকে সামনে রেখে সেই আইডেন্টিটি ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে চাইছে গোর্খারা ।

আরও পড়ুন: নবান্ন অভিযান নিয়ে মুলতুবি প্রস্তাব প্রত্যাখ্যান অধ্যক্ষের, অথচ প্রতিবাদই করল না বিজেপি

প্রসঙ্গত বিষ্ণু প্রসাদ শর্মা এ দিন শুধু এই দাবি তুলেই ক্ষান্ত থাকেননি । বৈঠক শেষে প্রায় 11টি জনজাতির একটি তালিকা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে তুলে দেন তিনি । একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বরাবরই দার্জিলিংয়ের মানুষের প্রতি সদয় । তিনি বলেন, এক্ষেত্রে এদের স্বীকৃতি দিলে পাহাড়ে বহু মানুষ উপকৃত হবেন, তাই এই বিষয়টি উভয় সরকারেরই বিবেচনা করে দেখা উচিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.