ETV Bharat / city

Digital parking Fee Board: এজেন্সির জুলুমবাজি রুখতে শহরে বসছে ডিজিটাল পার্কিং ফি বোর্ড

author img

By

Published : Sep 21, 2022, 7:48 PM IST

এজেন্সির জুলুমবাজি রুখতে এ বার শহরের পার্কিং লটে (KMC parking) বসছে ডিজিটাল পার্কিং ফি বোর্ড (Digital parking Fee Board)৷ ইলেকট্রনিক বোর্ডে লেখা থাকবে প্রত্যেক গাড়ির প্রতি ঘণ্টার পার্কিং ফি ৷

Kolkata to have digital parking fee board to stop agency highhandedness
এজেন্সির জুলুমবাজি রুখতে শহরে বসছে ডিজিটাল পার্কিং ফি বোর্ড

কলকাতা, 21 সেপ্টেম্বর: ইচ্ছে মতো পার্কিং ফি নেওয়ার অভিযোগ আসে ভুরি ভুরি । প্রায় প্রতিদিনই এই অভিযোগ জমা পড়ে পৌরনিগমে (KMC parking)। এজেন্সিগুলো পৌরনিগমের ধার্য ফি-র তোয়াক্কা না করে কার্যত তোলাবাজি চালায় বলে অভিযোগ । দেয় না স্লিপ । এ বার সেই জুলুমবাজি রুখতে তৎপর হচ্ছে কলকাতা পৌর কর্তৃপক্ষ । কোন গাড়ির কত টাকা প্রতি ঘণ্টার ফি, তা এ বার জ্বলজ্বল করবে পার্কিং লটের ইলেকট্রনিক বোর্ডে (Digital parking Fee Board)।

নিয়ম আছে পার্কিং ফি নিলে দিতে হবে স্লিপ । তবে অধিকাংশ জায়গার তার দেখা মেলে না । বহু জায়গায় কম্পিউটারাইজড স্লিপ না দিয়ে পুরোনো স্লিপ ধরানো হয় । অনেক জায়গায় কিছুই দেওয়াই হয় না । 10 টাকার ফি 20 টাকা বা বিভিন্ন উৎসবের সময় আরও বেশি নেওয়া হয় । গাড়ির মালিক বা চালক তা দিতে আপত্তি জানালে দুর্ব‌্যবহার করেন পার্কিং লটের কর্মীরা । পার্কিং জোনে পার্কিং ফি চার্ট টাঙানোর কথা বলা হলেও এজেন্সিরা তার ধার কাছ দিয়ে যায় না । তবে এইসব অনিয়ম ঠেকাতে শহরজুড়ে ডিজিটাল পার্কিং ফি-এর তালিকা বোর্ড লাগাচ্ছে পার্কিং বিভাগ । ডিজিটাল এই বোর্ডে পৌরনিগমের ধার্য পার্কিং ফি-এর তালিকা জানতে পারবেন নাগরিকরা ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকের ঘণ্টায় 5টাকা পার্কিং ফি । চার চাকা রাখলে 10টাকা । বড় গাড়ি ট্রাকের (ছোট) জন‌্য লাগে 20 টাকা । অনেক এজেন্সি এর থেকে ফি অনেক বেশি টাকা নিচ্ছে । শহর জুড়ে 600 রাস্তায় পৌরনিগমের অনুমোদনপ্রাপ্ত 13 হাজার পার্কিংজোন রয়েছে । বিভিন্ন বেসরকারি এজেন্সি এইসব পার্কিং লটের দায়িত্বে রয়েছে । টেন্ডারের মাধ্যমে এই লটগুলি পৌরনিগম এজেন্সিগুলোকে দেয় ।

আরও পড়ুন: অনুমতি ছাড়া পার্কিংয়ে টাকা আদায়, পৌরনিগমের অভিযোগে গ্রেফতার করবে পুলিশ

এক আধিকারিকের কথায়, "পৌরনিগমের ধার্য করা তালিকা পার্কিংজোনে টাঙানোর নিয়ম আছে । সেটা এজেন্সিরা মানে না । উলটে গাড়ির মালিকদের কাছ থেকে পৌরনিগমের নাম করে বাড়তি টাকা নিচ্ছে । এজেন্সিদের দৌরাত্ম্য বন্ধ করতে কোন গাড়ির ঘণ্টায় কত পার্কিং ফি তা এ বার ইলেকট্রনিক বোর্ডে দেওয়া থাকবে । তার এক টাকাও বেশি কোনও এজেন্সিকে চালক বা মালিক দেবেন না । যদি জোর করা হয় তাহলে অভিযোগ জানাবেন । কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.