Durga Puja 2022: ‘নারায়ণে নারায়ণী’, সিংহী পার্ক দুর্গাপুজোয় ফুটে উঠছে নারায়ণ দেবনাথের কালজয়ী সৃষ্টি

author img

By

Published : Sep 27, 2022, 6:06 PM IST

Updated : Sep 27, 2022, 6:15 PM IST

kolkata-singhi-park-durga-puja-theme-base-on-narayan-debnath-famous-cartoon-characters
kolkata-singhi-park-durga-puja-theme-base-on-narayan-debnath-famous-cartoon-characters ()

নারায়ণে নারায়ণী (Narayane Narayani), এই থিম নিয়ে আসছে বালিগঞ্জ সিংহী পার্ক (Kolkata Singhi Park Durga Puja) ৷ যেখানে নারায়ণ দেবনাথের (Narayan Debnath) সৃষ্টি কালজয়ী কার্টুন চরিত্রগুলিকে তুলে ধরা হয়েছে ৷ তবে, 81 তম বর্ষে প্রতিমা সেই সাবেকী থাকছে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা ৷

কলকাতা, 27 সেপ্টম্বর: এ বছর সিংহী পার্ক সর্বজনীন দুর্গাপুজোয় (Kolkata Singhi Park Durga Puja) দর্শকদের স্বাগত জানাবে বাটুল দ্য গ্রেট, হাঁদা-ভোঁদা (Handa Bhonda) এবং নন্টে-ফন্টে ৷ 81 তম বছরে দক্ষিণ কলকাতার এই দুর্গাপুজো (Durga Puja 2022) কমিটি নারায়ণ দেবনাথ এবং তাঁর সৃষ্টি কালজয়ী চরিত্রগুলিকে শ্রদ্ধা জানাচ্ছে ৷ তাই এবছর তাঁদের থিম ‘নারায়ণে নারায়ণী’ (Narayane Narayani) ৷

নারায়ণ দেবনাথের (Narayan Debnath) তৈরি কার্টুন স্ট্রিপ দিয়ে পুজো মণ্ডপ সাজানো হয়েছে ৷ মণ্ডপে বাঁটুল দ্য গ্রেট এবং হাদা-ভোঁদার লাইফ-সাইজ মডেলগুলি দেখা যাবে ৷ শিল্পী মিঠুন দত্ত প্লাস্টার অফ প্যারিসে নন্টে-ফন্টে ও ষাঁড় তৈরি করেছেন ৷ এমনই বেশ কিছু দৃশ্য পুজো মণ্ডপে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক অভিজিৎ মজুমদার ৷

মণ্ডপের তিনটি প্রবেশদ্বারই খোলা কমিকস বইয়ের আদলে তৈরি করা হয়েছে ৷ অভিজিৎ মজুমদার বলেন, ‘‘আমরা এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছি যেখানে দর্শকরা মনে করবেন, যেন তাঁরা নারায়ণ দেবনাথের স্টুডিয়োতে প্রবেশ করছেন ৷ মণ্ডপের ভিতরে সেই যুগের আদলে বাড়ি তৈরি করা হয়েছে ৷ দুর্গা প্রতিমা অবশ্য বরাবরের মতোই হবে সাবেকী ৷ সিংহী পার্কের মণ্ডপের থিম যাই হোক না কেন, প্রতিমার ধরন কখনওই বদলায়নি ৷ গত 15 বছর ধরে, শিল্পী প্রদীপ রুদ্র পাল আমাদের মূর্তি তৈরি করে আসছেন এবং এর আগে তাঁর বাবা মোহনবাঁশি রুদ্র পাল প্রতিমা তৈরি করতেন ৷ আমরা প্রতিমার জন্য সবসময় একটাই মডেল অনুসরণ করেছি ৷’’

‘নারায়ণে নারায়ণী’, সিংহি পার্ক দুর্গাপুজোয় ফুটে উঠছে নারায়ণ দেবনাথের কালজয়ী সৃষ্টি

আরও পড়ুন: 289 বছরে পা দিল মগরাহাট বেনীপুরের বসু বাড়ির দুর্গাপুজো

সিংহী পার্কের পুজোর জন্য একটি বিশেষ আবহ সঙ্গীত তৈরি করেছেন তালবাদক শুভেন চট্টোপাধ্যায় ৷ অভিজিৎ মজুমদার জানিয়েছেন, আয়োজকরা এবং সঙ্গীতজ্ঞরা রেফারেন্স পয়েন্ট হিসাবে পশ্চিমী কার্টুন শো থেকে সঙ্গীত ব্যবহার করেছেন ৷ তিনি বলেন, “কিন্তু, এখন এটিকে একটি অন্যরকম বাংলা টুইস্ট দেওয়া হয়েছে ৷ বাংলা লোকসংঙ্গীত এবং বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে ৷ আবহ সঙ্গীত অবশ্যই সবাইকে আকৃষ্ট করবে ৷’’

Last Updated :Sep 27, 2022, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.