ETV Bharat / city

Cyclone Jawad Alert : জাওয়াদ মোকাবিলায় গঙ্গাবক্ষে বাড়তি নজরদারি, নজরে শহরের বিপজ্জনক বাড়িও

author img

By

Published : Dec 4, 2021, 4:51 PM IST

ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Alert) প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদরা ৷ তাই দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে বাড়তি নজরদারি চালিয়ে যাচ্ছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ (Kolkata River Traffic Police preparation to combat Cyclone Jawad) ৷ নজর রাখা হয়েছে কলকাতার ভগ্নপ্রায় বিপজ্জনক বাড়িগুলির দিকেও ৷

kolkata river traffic police prepared to combat cyclone jawad
Cyclone Jawad Alert : জাওয়াদ মোকাবিলায় গঙ্গাবক্ষে বাড়তি নজরদারি, নজরে শহরের বিপজ্জনক বাড়িগুলিও

কলকাতা, 4 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Alert) মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police preparation to combat Cyclone Jawad) ৷ প্রস্তুত রয়েছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশও (Kolkata River Traffic Police preparation to combat Cyclone Jawad) ৷ গঙ্গাবক্ষে শুরু হয়েছে টহলদারি ৷ আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে একাধিক স্পিডবোট, ইয়ট ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates : উপকূলবর্তী এলাকা পরিদর্শনে মৎস্যমন্ত্রী অখিল গিরি

লালবাজার সূত্রে খবর, শনিবার সকাল থেকেই গঙ্গায় আটটি স্পিডবোটকে নজরদারির কাজে লাগানো হয়েছে ৷ মধ্য কলকাতার বাবুঘাট থেকে উত্তর কলকাতার কাশীপুর ঘাট হয়ে একেবারে হুগলির উত্তরপাড়া, কোন্নগর পর্যন্ত বিস্তৃত নদীপথ কলকাতা ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের আওতাধীন ৷ অন্যদিকে, বাবুঘাট থেকে গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, নাদিয়াল হয়ে দক্ষিণ বন্দর থানা ছাড়িয়েও কলকাতা ট্রাফিক পুলিশকে কাজ করতে হয় ৷ এদিন সকাল থেকেই তৎপর রয়েছেন রিভার ট্রাফিক পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ বস্তুত, প্রত্যকটি বিভাগের দায়িত্বে থাকা আধিকারিকদেরই দিনভর সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লালবাজার ৷

আরও পড়ুন : Cyclone Jawad Alert : জাওয়াদের জের, ঝড়-বৃষ্টির আশঙ্কায় তড়িঘড়ি কাটা হচ্ছে ফসল

পাশাপাশি, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে ৷ কলকাতা পৌরএলাকায় একাধিক বিপজ্জনক বাড়ির দিকে বাড়তি নজর রাখা হচ্ছে ৷ বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি এইসব বাড়ির নীচে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় এবং মধ্য কলকাতার জন্য তিনটি দলকে প্রস্তুত রাখা হয়েছে ৷ যাতে কোথাও বাড়ি ভাঙার ঘটনা ঘটলেই দ্রুত তাদের ঘটনাস্থলে পাঠান যায় ৷ কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে এদিন সকাল থেকেই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক নজরদারির দায়িত্বে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.