ETV Bharat / city

SFI on Kolkata Port: শ্যামাপ্রসাদের বদলে কলকাতা বন্দর হোক নেতাজির নামে, দাবি এসএফআইয়ের

author img

By

Published : Aug 31, 2022, 8:45 PM IST

Kolkata port should be named after Netaji, demands SFI
শ্যামাপ্রসাদের বদলে কলকাতা বন্দর হোক নেতাজির নামে, দাবি এসএফআইয়ের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে কলকাতা বন্দরের নামকরণের দাবিতে সরব হল এসএফআই (SFI on Kolkata Port)৷ এই দাবিতে একটি ফলকও টাঙিয়ে দিয়েছে তারা ৷

কলকাতা, 31 অগস্ট: কলকাতা বন্দরের নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখা হয়েছে । তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ বার সেই নাম বদলের দাবিতে সরব হল রাজ্য এসএফআই (SFI on Kolkata Port)। তাদের দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) নামে কলকাতা বন্দরের নামকরণ করতে হবে ।

বুধবার 40 সিজিআর রোডে বন্দরের প্রধান ভবনের সামনের গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ফলক বসায় এসএফআই । এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য, কলকাতা জেলার নেতৃত্ব-সহ বন্দর এলাকার বাম ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন ৷ ছিলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র পারিষদ ফৈয়াজ আহমেদ খান, ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও আরও অনেকে ।

Kolkata port should be named after Netaji, demands SFI
শ্যামাপ্রসাদের বদলে কলকাতা বন্দর হোক নেতাজির নামে, দাবি এসএফআইয়ের

এসএফআই যে বোর্ডটি বন্দরে এ দিন বসিয়েছে তাতে লেখা রয়েছে, 'ব্রিটিশের দাসত্বকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নয়, কলকাতা বন্দরের নাম হোক সুভাষচন্দ্র বসু বন্দর'। এসএফআই রাজ্য কমিটির অভিযোগ, আরএসএস নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশের দালাল ছিলেন । বাংলা ভাগের অন্যতম চক্রান্তকারী ছিলেন তিনি । তাঁর নামে বন্দরের নামকরণ করে বাংলাকে কলুষিত করেছে বিজেপি । বন্দরের ঐতিহ্যকে কলুষিত করা হয়েছে ।

শ্যামাপ্রসাদের বদলে কলকাতা বন্দর হোক নেতাজির নামে, দাবি এসএফআইয়ের

আরও পড়ুন: মতুয়া স্মরণে বাম ছাত্র সংগঠন এসএফআই

এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "বিজেপি-আরএসএস যতই সুভাষচন্দ্র বসুর নামে অনেক কথা বলুক, তারা বাংলা ভাগের চক্রান্তকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ মেনেই চলছে । ঐতিহ্যবাহী কলকাতা বন্দরের নাম বদলে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়েছে । আমরা যখন সিএএ-এনআরসি আন্দোলন করছি, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে বন্দরের নাম ফলক উদ্বোধন করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘুরপথে এতেই সম্মতি জানিয়েছেন । তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিচে রেখে উপরে শ্যামাপ্রসাদকে বসাতে চাইছে । আমরা এর বিরুদ্ধে । দিদি-মোদির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.