ETV Bharat / city

Drug Peddler Arrested : ভুবনেশ্বরে কলকাতা পুলিশের জালে আন্তর্জাতিক মাদকচক্রের কান্ডারি

author img

By

Published : May 8, 2022, 7:07 PM IST

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ভুবনেশ্বর থেকে গ্রেফতার করলেন আন্তর্জাতিক মাদকচক্রের কান্ডারিকে (Drug Smuggler Arrested) ৷ গোপন সূত্রে খবর পেয়ে ভুবনেশ্বরে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ ধৃতের নাম দেবর্ষি মোর ।

Drug smuggler arrested from Bhubaneswar
Drug Smuggler

কলকাতা, 8 মে : অনেকদিন আগে থেকেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের কাছে খবর ছিল, একটি আন্তর্জাতিক মাদক সরবরাহকারী দল এরাজ্যে মাদক সরবরাহ করছে । এর আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হওয়া মাদকচক্রের একাধিক অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন গোয়েন্দারা মূলত ভুবনেশ্বর হয়ে বাংলায় ঢুকছে এইসব মাদক । সেইমতো গোপন সূত্রে খবর পেয়ে ভুবনেশ্বরে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ আজ সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা (Drug smuggler arrested from Bhubaneswar) ।

ধৃতের নাম দেবর্ষি মোর । এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি শলেমন নেশাকুমার বলেন, "অনেকদিন ধরেই তাঁরা আভাস পাচ্ছিলেন একটি আন্তর্জাতিক মাদক চক্র এরাজ্যে কাজ করছে ।" গোটা ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা । ধৃত দেবর্ষি মোর নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই কলকাতায় ট্রান্সলেট রিমান্ডে আনা হয়েছে । তাঁকে 11 মে পর্যন্ত পুলিশি হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ । দেবর্ষি মোরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা ।

আরও পড়ুন : Miscreants thrashes Taxi driver: রাতের কলকাতায় প্রতিবাদী ট্যাক্সিচালককে বেধড়ক মার

জানা গিয়েছে, মূলত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একাধিক জায়গায় থেকে সে মাদক সরবরাহ করত । এই চক্রের নেপথ্যে আর কারা কারা যুক্ত রয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য ধৃতকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.