ETV Bharat / city

Teacher Arrest : ভোর রাতে গেস্ট হাউসে পুলিশের হানা, মামলা রুজুর আগেই ধৃত ছয় শিক্ষিকা

author img

By

Published : Aug 23, 2021, 6:45 PM IST

ভোর রাতে গেস্ট হাউসে অভিযান পুলিশের ৷ গেস্ট হাউসের ঘর থেকে পাকড়াও ছয় শিক্ষিকা ৷ কলকাতা হাইকোর্টে মামলা রুজুর আগেই তাঁদের গ্রেফতার করা হয় ৷ উত্তরবঙ্গে বদলির বিরোধিতায় সোমবার আদালতে মামলা রুজু করার কথা ছিল ধৃত শিক্ষিকাদের ৷

Kolkata police arrested six teachers from guest house
Teacher Arrest : ভোর রাতে গেস্ট হাউসে পুলিশ, মামলা রুজুর আগেই ধৃত ছয় শিক্ষিকা

কলকাতা, 23 অগস্ট : আদালতে গিয়ে মামলা রুজুর আগেই বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষিকাদের গ্রেফতার করল পুলিশ ৷ সটান গেস্ট হাউস থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হল তাঁদের ৷ সোমবার ভোরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় কলকাতার বেলেঘাটার একটি গেস্ট হাউসে ৷ অভিযোগ, ধৃত ছয় শিক্ষিকা এবং এক শিক্ষককে দীর্ঘক্ষণ আটক করে রাখা হয় লালবাজারের গুন্ডাদমন শাখায় ৷

আরও পড়ুন : 31 জুলাই থেকে চালু হচ্ছে শিক্ষক-শিক্ষিকা বদলির উৎসশ্রী পোর্টাল

সূত্রের খবর, সম্প্রতি উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয় দক্ষিণবঙ্গের বাসিন্দা বেশ কিছু শিক্ষক, শিক্ষিকাকে ৷ তাঁদের অভিযোগ, এই শিক্ষক-শিক্ষিকাদের কারোরই চাকরি স্থায়ী নয় ৷ বেতনও সামান্য ৷ ফলে এই টাকায় বাড়ি থেকে দূরে গিয়ে থাকা এবং চাকরি চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব ৷ তাই এই বদলির বিরোধিতা জানান তাঁরা ৷ এমনকী, এই ইস্যুতে কিছু দিন আগে নবান্নের সামনে বিক্ষোভও দেখান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ৷ বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নেন তাঁরা ৷

সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ধৃতরা ৷

সূত্রের খবর, সোমবার কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা রুজু করার কথা ছিল শিক্ষক-শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের প্রতিনিধিদের ৷ রবিবার রাতেই শহরে পৌঁছন তাঁরা ৷ রাত্রিবাসের জন্য বেলেঘাটায় একটি গেস্ট হাউসে ঘর ভাড়া নেন তাঁরা ৷ অভিযোগ, সেই খবর পেতেই প্রথমে সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলামকে গ্রেফতার করা হয় ৷ ঘটনাটি ঘটে রবিবার রাতে ৷ এরপর সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই গেস্ট হাউসে হাজির হয়ে যান লালবাজারের কর্মী ও আধিকারিকরা ৷ কার্যত এক কাপড়েই গেস্ট হাউস থেকে তুলে আনা হয় ছয় শিক্ষিকাকে ৷ পরে পুলিশের গাড়িতেই তাঁদের সকলকে লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷ আটকে রাখা হয় গুন্ডাদমন শাখায় ৷

শিক্ষক-শিক্ষাকর্মী ঐক্য মঞ্চের রাজ্য সভানেত্রী ছবি চাকি দাসহাজরা বলেন, ‘‘আমাদের বদলি রুখতে আজ আমরা একটি কেস ফাইল করব বলে বিভিন্ন জেলা থেকে এসে একটি গেস্ট হাউসে উঠি ৷ আমরা ছ’জন শিক্ষিকা এই গেস্ট হাউসে উঠি ৷ সারারাত পুলিশ আমাদের গেস্ট হাউসটিকে নজরবন্দি করে রেখেছিল ৷ আমাদের রাজ্য সম্পাদক মইদুল ইসলামকে অ্য়ারেস্ট করা হয় ৷ শুধু তাই নয়, ভোর চারটের সময় আমাদের দরজায় পৌঁছে যায় পুলিশ ৷ আমাদেরও অ্য়ারেস্ট করা হয় ৷ তারা আমাদের শৌচালয় যাওয়ার বা জামা, কাপড় পড়ার সময়টুকুও দেয়নি ৷ আমাদের ঘরের ভিতর প্রায় জোর করে ঢুকে আসে পুলিশ ৷ এরপর আমাদের প্রায় টানতে টানতে লালবাজারে নিয়ে এসে আটকে রাখা হয়েছে ৷ এখনও কেস ফাইল করতে দিল না ৷ কেস করার অধিকার সবার আছে ৷ আমরা কি মানুষ নই ? আমাদের যা বেতন, তাতে এতদূর নিজেদের খরচ চালিয়ে সংসার টানা সম্ভব নয় ৷ ’’

আরও পড়ুন : 37 জন জেলা স্কুল পরিদর্শককে বদলি

সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘সরকার আমাদের উত্তরবঙ্গে বদলি করেছে ৷ আমরা এই বদলির বিরোধিতায় আদালতে মামলা করতে যাচ্ছিলাম ৷ আমাদের কেস করতে দেওয়া হল না ৷ আসলে সরকার ভয় পেয়েছে ৷’’ প্রসঙ্গত, বদলির বিরোধিতা ছাড়াও চাকরির স্থায়ীকরণ, সমকাজে সমবেতন-সহ একগুচ্ছ দাবি-দাওয়া রয়েছে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.