ETV Bharat / city

Arpita Mukherjee: ডিভিশন ওয়ান বন্দি হিসেবে জেলে কী কী সুবিধা পাবেন অর্পিতা

author img

By

Published : Aug 5, 2022, 8:26 PM IST

Updated : Aug 5, 2022, 8:57 PM IST

know the preference arpita mukherjee to get in Judicial Custody
Arpita Mukherjee: ডিভিশন ওয়ান বন্দি হিসেবে জেলে কী কী সুবিধা পাবেন অর্পিতা

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) জড়িত সন্দেহে ধৃত অর্পিতা মুখোপাধ্য়ায়কে (Arpita Mukherjee) 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷ ইডির (ED) আবেদন অনুযায়ী, তাঁর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার আর্জিও মঞ্জুর হয়েছে ৷ জেলে আর কী কী সুবিধা পাবেন অর্পিতা ?

কলকাতা, 5 অগস্ট : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হেফাজতের মেয়াদ শেষ অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) ৷ এবার তাঁকে থাকতে হবে বিচারবিভাগীয় হেফাজতে ৷ শুক্রবার ব্যাঙ্কশাল আদালত তেমনই নির্দেশ দিয়েছে ৷ আগামী 14 দিন তাই অর্পিতার ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার ৷

টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধারের পর তাঁকে গ্রেফতার করে ইডি (ED) ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে অর্পিতার সম্পত্তির হিসেব ৷ তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 28 কোটি টাকা, প্রায় 5 কোটি টাকার সোনার গয়না-সহ আরও অনেক কিছু ৷ এছাড়াও পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) নমিনি করে তাঁর নামে 31টি জীবন বিমা, পার্থর সঙ্গে তাঁর যৌথ সম্পত্তি, কোম্পানির হদিশও পেয়েছে ইডি ৷

সেই কারণেই ইডি মনে করছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্তে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন অর্পিতা ৷ সেই কারণেই জেলে তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত ৷ এদিন আদালতে ইডির তরফে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ এডুলজি ৷ তিনি আদালতের কাছে আর্জি জানান যে অর্পিতাকে ডিভিশন ওয়ান বন্দির মর্যাদা দেওয়া হোক ৷ জেলের মধ্যে যেন তাঁর নিরাপত্তা আঁটোসাঁটো হয় ৷ তাঁর খাবারও প্রত্যেকবার পরীক্ষা করে দেওয়া হোক ৷ কারণ, অর্পিতার প্রাণ সংশয় রয়েছে ৷

আদালত ইডির আবেদন মঞ্জুর করেছে ৷ আলিপুর মহিলা সংশোধনাগারকে অর্পিতার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রশ্ন উঠেছে, ডিভিশন ওয়ান বন্দি সাধারণ বন্দিদের থেকে কী কী বাড়তি সুবিধা জেলের ভিতরে পান ?

এই বিষয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী কৌশিক গুপ্ত জানিয়েছেন, ডিভিশন ওয়ান বন্দিরা কারেকশনাল ম্যানুয়াল অনুযায়ী বেশ কিছু বাড়তি সুযোগসুবিধা পান ৷ এর মধ্যে প্রথমেই হল নিরাপত্তা । অন্য বন্দিদের চেয়ে এই ধরনের বন্দির নিরাপত্তা বেশি হয় ৷ নজরদারিও বেশি থাকে ৷ এছাড়া খাবার নিয়ে এই ধরনের বন্দিদের পছন্দকে গুরুত্ব দেয় জেল কর্তৃপক্ষ ৷ নিরাপত্তায় জোর দিতে এই ধরনের বন্দিকে আলাদাভাবে রাখা হয় ৷

আরও পড়ুন : জামিনের আবেদন খারিজ, 14 দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা

Last Updated :Aug 5, 2022, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.