ETV Bharat / city

Firhad on KMC Expenditure : আর্থিক সঙ্কটে ট্যাব কেনা নিয়ে বিতর্কে এবার জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন মেয়র

author img

By

Published : Apr 2, 2022, 6:31 PM IST

আর্থিক সঙ্কটে ভুগছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ এই পরিস্থিতিতে খরচ কমাতে কমিটি গঠন করা হয়েছে ৷ তার মধ্যে মেয়র পারিষদদের ট্যাব দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

kmc mayor firhad hakim reacts to mic tab allotment
Firhad on KMC Expenditure : আর্থিক সঙ্কটে ট্যাব কেনা নিয়ে বির্তকে এবার জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন মেয়র

কলকাতা, 2 এপ্রিল : দু’টি নির্দেশিকা ঘিরে এখন তীব্র বিতর্ক দানা বেঁধেছে কলকাতা পৌরনিগমে । আর্থিক সঙ্কটের মধ্যে অতিরিক্ত খরচে রাশ টানতে কলকাতা পৌরনিগমে তৈরি হয়েছে নতুন কমিটি । আর এর মধ্যেই আরও এক নির্দেশিকায় বলা হয়েছে, ট্যাব কিনতে প্রত্যেক মেয়র পারিষদকে 49 হাজার টাকা করে দেওয়া হবে ৷ সঙ্কটের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে পৌরনিগম । সেই বিতর্ক ঢাকতে এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে নিশানা করলেন মেয়র ফিরহাদ হাকিম (KMC Mayor Firhad Hakim Reacts on MIC Tab Allotment) ।

আর্থিক দৈন্যদশার মধ্যে কিভাবে মেয়র পরিষদদের জন্য ট্যাব কেনার ছাড়পত্র দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী কাউন্সিলররা (KMC Opposition Raised Questions over MICs Tab Allotment) । আর এবার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম (Kolkata's Mayor Firhad Hakim) বলেন, "আমি আধুনিকীকরণকে বিরোধিতা করতে পারি না । যে ভুলটা জ্যোতিবাবু করে গিয়েছেন কম্পিউটার ঢুকতে দেব না বলে, সেই ভুলটা করলে আমাদের ক্ষতি । আর আধুনিকীকরণের জন্য সারা বছর যে কাগজ লাগে, তার তুলনায় একবার একটা কম্পিউটার কিনলে অনেক বেশি সাশ্রয় হবে । এককালীন খরচ কিন্তু অনেকটা সাশ্রয় হবে ।"

আর্থিক সঙ্কটে ট্যাব কেনা নিয়ে বির্তকে এবার জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন মেয়র

তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘‘এই যেমন বিদ্যুৎ চালিত যানবাহন তার দাম বেশি ৷ কিন্তু একবার কিনলে, পেট্রলের খরচটা কম হবে বলেই আমরা বিদ্যুৎ চালিত যানবাহনের কথা বলছি । অনেকে বলবে এই সময় খরচ বাড়ানো হল ৷ কিন্তু এটা খরচ বাড়ানো নয় । আমাকে তো খেতেও হবে ৷ আমার কাছে টাকার অভাব রয়েছে মানে আমি খাওয়া বন্ধ করে দেব ! পড়া বন্ধ করে দেব ! তা হয় না । আজকের দিনে কম্পিউটার একটা আবশ্যক জিনিস ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘যেহেতু আমরা এখন সব ই-সার্ভিসে যাচ্ছি, আমরা চাইছি আমাদের সব মেয়র পরিষদরা ই-সার্ভিসের আওতায় আসুক । প্রত্যেক দিন মেয়র পরিষদের যে কাজ হয়, তা আমরা পেপারলেস করার চেষ্টা করছি । তাহলে আমাদের এই আধুনিকীকরণে যেতেই হবে ।’’

মেয়রের এই বক্তব্য নিয়ে রাজ্যের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস বলেন, ‘‘বামফ্রন্ট সরকার নিজের উদ্যোগে ইলেকট্রনিক্স কমপ্লেক্স বানিয়েছে । আইটি হবে করেছে । বাইপাসের যেখানে টুইন টাওয়ার আছে, সেখানে কলকাতা পৌরনিগম ও বামফ্রন্ট সরকার আইটি টাওয়ার করার পরিকল্পনা করেছিল । এই তৃণমূল সরকার সেটা বাতিল করে দিয়েছে ।’’

আরও পড়ুন : KMC Expenditure : খরচে রাশ টানতে কমিটি গড়ল কলকাতা পৌরনিগম, মেয়র পারিষদরা পাবেন ট্যাবের টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.