ETV Bharat / city

KMC Election 2021: 48 নম্বর ওয়ার্ডের পৌরযুদ্ধে দুই প্রতিবেশী

author img

By

Published : Dec 6, 2021, 9:29 PM IST

kmc-election-2021-vote-campaign-of-ward-no-48
48 নম্বরের পৌরযুদ্ধে দুই প্রতিবেশী

মধ্য কলকাতার বউবাজার সংলগ্ন 29টি গলি নিয়ে কলকাতা পৌরনিগমের (kolkata municipal corporation election 2021) আটচল্লিশ নম্বর ওয়ার্ড (ward no 48)৷ এ বারের পৌর নির্বাচনে (KMC Election 2021) এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপিকে নিয়ে চতুর্মুখী লড়াই ।

কলকাতা, 5 ডিসেম্বর: মধ্য কলকাতার বউবাজার সংলগ্ন কলকাতা পৌরসভার (KMC Election 2021) ওয়ার্ডগুলোর অদ্ভুত একটা মজা রয়েছে । এখানে ফুটপাথ বদলে ওয়ার্ড বদলে যায় । আবার ট্রামলাইনের আঁকিবুকির মতো এ পাড়া থেকে ও পাড়া, গলি থেকে তস্য গলি ধরে আপনি কখন একাধিক ওয়ার্ড, থানা টপকে যাচ্ছেন বুঝতেই পারবেন না । এ যেন এক চলতা-ফিরতা গোলকধাঁধা । কলকাতা পৌরসভার (kolkata municipal corporation election 2021) আটচল্লিশ নম্বর ওয়ার্ড (ward no 48) সেই গোলকধাঁধায় হারিয়ে যাওয়া একটি ওয়ার্ড ।

উনত্রিশটি গলি নিয়ে এই ওয়ার্ডের (campaign of ward no 48) ব্যপ্তি । সেভাবে জমা জলের সমস্যা নেই । খালি চোখে ধরা পড়বে না নিকাশি এবং জল সরবরাহের সমস্যা । বেহাল রাস্তার সমস্যা, বাতিস্তম্ভের আলো নিয়ে সমস্যা থাকলেও তা নিয়ে মাথার চুল ছেঁড়া অবস্থা নয় ।

48 নম্বর ওয়ার্ডের পৌরযুদ্ধে দুই প্রতিবেশী

তাহলে পৌর সমস্যা কোথায় ?

পুরনো কলকাতার যেটুকু সাবেকিয়ানার ছবি ধরা পড়ে, তা এই বউবাজার সংলগ্ন আটচল্লিশ নম্বর ওয়ার্ডে । জোব চার্নকের আমলে গড়ে ওঠা বড় সবজি বাজার, শীল, দত্ত, সেনদের বনেদি বাড়ি, লেডি ডাফরিন হাসপাতাল, দেশের অন্যতম বড় সোনা বিকিকিনির বাজার, নিষিদ্ধ পল্লি, অসংগঠিত সবজি বাজার আটচল্লিশ নম্বর ওয়ার্ডকে ভিন্ন তারে বেঁধে রেখেছে ।

সাবেক কলকাতায় কংগ্রেস দলের ভোটবাক্স এখনও যদি কোথাও থেকে থাকে তা এই আটচল্লিশ নম্বর ওয়ার্ডে । প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র লালিত এই অঞ্চলে এখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাপট । একদা সোমেন-অনুগামীরা এখন সিংহভাগই হাত ছেড়ে ঘাসফুলে । ভোটবাক্সও হাত ছেড়েছে । তবুও কংগ্রেস এখানে নির্ণায়ক শক্তি হয়ে ওঠার ক্ষমতা রাখে ৷ অন্তত এলাকার রাজনৈতিক কর্মীরা তা এখনও মনে করেন ।

আরও পড়ুন: KMC Election 2021 : শান্তনুর দেখানো পথে লড়াইয়ে কাকলি, জমি ছাড়ছেন না সিপিএমের দেবলীনাও

তৃণমূল কংগ্রেস, বামফ্রন্টের সিপিএআইএম, কংগ্রেস এবং বিজেপিকে নিয়ে চতুর্মাত্রিক লড়াই আটচল্লিশ নম্বর ওয়ার্ডে । কংগ্রেসের আশিস চট্টোপাধ্যায় এখনও গুছিয়ে উঠতে পারেননি । পকেট ভোটে আস্থা রেখেই বাজিমাতের কথা বলছেন । বিজেপির চিত্তরঞ্জন মান্নাকে সে ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না । পেশায় শিক্ষক মানুষটি কার্যত ওয়াকওভার দিয়ে দিয়েছেন । অন্যান্যরা যখন ভোটারদের দুয়ারে তখন চিত্তরঞ্জন মান্না দুয়ার এঁটে রয়েছেন । ফলে লড়াইটা খাতায় কলমে চতুর্মাত্রিক হলেও তা বাস্তবে শাসক তৃণমূল কংগ্রেস বনাম বামফ্রন্টের মধ্যে হয়ে দাঁড়িয়েছে ।

kmc-election-2021-vote-campaign-of-ward-no-48
প্রচারে বিশ্বরূপ

বিদায়ী কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দে-কে সরিয়ে তৃণমূল কংগ্রেস এ বার আটচল্লিশ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বিশ্বরূপ দে-কে । যদিও এই প্রার্থী বদলে অসন্তোষের ফল্গুধারা বইছে । সত্যেন্দ্রনাথ দে-র সঙ্গে কথা না বলেই এই বদল হয়েছে বলে মত তাঁর সতীর্থদের । পেশায় আইনজীবী, নেশায় ক্রীড়াপ্রশাসক এবং সমাজসেবী বিশ্বরূপ দে ঝড়জল মাথায় নিয়ে দুয়ারে দুয়ারে । ওয়ার্ডের গলি থেকে তস্য গলিতে প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে তাঁদের অভাব আভিযোগ শুনে পাশে দাঁড়ানোর কথা বলছেন । সাবেক সোমেন মিত্রপন্থী বিশ্বরূপ দে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । তবে সবার আগে তাঁর পরিচয় সমাজসেবীর । লকডাউনের সময়ে প্রতিটি বাড়িতে ঘুরে অভাব অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা করেছেন, অসহায় বৃদ্ধদের খাবার জুগিয়েছেন, করোনা আক্রান্তদের জন্য অ্যাম্বুল্যান্স, অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন । পৌর নির্বাচনে রাজনৈতিক দলের জার্সি পড়ে নামলেও বিশ্বরূপ দে-র দাবি, রং দেখে কাজ করার মানসিকতা তাঁর কোনওদিন ছিল না । পৌরপিতা হলেও তা থাকবে না । অভিভাবকের জায়গা থেকে তাঁর ওয়ার্ডের পাশে দাঁড়াবেন ।তাই প্রচারের সময় নিকটতম প্রতিদ্বন্দ্বীর বাড়ি যেতে এবং ভোট ভিক্ষা করতেও কুণ্ঠা করেননি তিনি । আশা করছেন, প্রথম বার ভোটযুদ্ধে নামলেও জয়ের রাস্তায় বাধা সে ভাবে হবে না ।

আরও পড়ুন: KMC Election 2021 : প্রচারে বেরিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন তৃণমূল প্রার্থী

বউবাজার স্কুলের উল্টো দিকের ফুটপাথে একটু ভিতরে সিপিআইএমের অফিস । সেখানেই বামফ্রন্ট মনোনীত সিপিআই এম প্রার্থী অন্বেষা দাসের ওয়ার রুম । উচ্চশিক্ষিত বাম ঘরনার অভ্যস্ত পরিবার থেকে উঠে আসা তরুণী এ বারের পৌরভোটকে ডানপন্থার বিরুদ্ধে বামপন্থার লড়াই বলে মনে করেন । বিশ্বাস, এ বার বামপন্থার জয় হবে । শাসক দলের প্রার্থী বিশ্বরূপ দে-র বাড়ির উল্টো দিকে অন্বেষার বাড়ি । সেই অর্থে দুই প্রতিবেশী ভিন্ন রাজনৈতিক বিশ্বাসে ভর দিয়ে লড়াইয়ে নেমেছেন ।

kmc-election-2021-vote-campaign-of-ward-no-48
ব্যস্ত অন্বেষা

বিশ্বরূপ দে যখন উন্নত আটচল্লিশ নম্বর ওয়ার্ড গড়ে তোলার কথা বলছেন, তখন অন্বেষার বিচারে তা মিথ্যেভাষণ ছাড়া কিছুই নয় । এই অঞ্চলের সাবেকিয়ানাকে নামান্তরিত হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কথা বলছেন তিনি । এবং এই কাজে তাঁর হাতিয়ার, আধুনিক চিন্তা ভাবনার প্রয়োগ । জল জমার যন্ত্রণা না থাকলেও এখানে জল সরবরাহ, রাস্তাঘাট, নিকাশি, বেআইনি নির্মাণ, সোনাপট্টির সমস্যা রয়েছে । যা দূরীকরণে কাজ করতে চান ।

বিশ্বরূপ এবং অন্বেষার তুরুপের তাস করোনার অতিমারিতে পথে নেমে কাজ । রেড ভলান্টিয়ার্সের হয়ে কাজ করেছেন তিনি । তাঁর উদ্যম, উদ্যোগের প্রশংসা রয়েছে এলাকায় । পাশাপাশি তরুণ একদল ছেলেমেয়েদের নিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছেন তিনি । তাই শূন্য থেকে শুরু করার একটা মরিয়া চেষ্টা রয়েছে অন্বেষার মধ্যে ।

kmc-election-2021-vote-campaign-of-ward-no-48
48 নম্বরের পৌরযুদ্ধে দুই প্রতিবেশী

বিশ্বরূপ বলছেন, আইন ব্যবসা, ক্রীড়াপ্রশাসনের ভূমিকা তিনি ছাড়েননি । তাই খেলা হবে বলছেন । নতুন ভাবে শুরু করার খেলায় পিছিয়ে নেই অন্বেষা । সবমিলিয়ে আটচল্লিশ নম্বর ওয়ার্ডে দুই প্রতিবেশীর লড়াই বাড়তি মশলা যোগ করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.