ETV Bharat / city

Pulse Polio : শিশুদের পোলিয়ো খাওয়ালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

author img

By

Published : Jun 19, 2022, 7:14 PM IST

শিশুদের পোলিয়ো (Pulse Polio) খাওয়াতে খোদ সেন্টারে হাজির কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) ডেপুটি মেয়র অতীন ঘোষ (KMC Deputy Mayor Atin Ghosh)৷

KMC Deputy Mayor Atin Ghosh on Polio centre
Pulse Polio

কলকাতা,19 জুন: সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় নিকাশি নালা থেকে পাওয়া গিয়েছে পোলিয়ো জীবাণু । সেই তথ্য সামনে আসতে তোলপাড় পড়ে যায় কলকাতায় । শুরু হয় রাজনৈতিক চাপানউতর । এবার শহরে শিশু ও অভিভাবকদের পোলিয়ো টিকা-সহ অন্যান্য টিকা দেওয়া নিয়ে উৎসাহিত করতে খোদ কলকাতার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষ(KMC Deputy Mayor Atin Ghosh) নিজেই মাঠে নামলেন ।

পোলিয়ো সেন্টারে হাজির ডেপুটি মেয়র অতীন ঘোষ

রবিবার সকালে কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) 11 নম্বর ওয়ার্ডের নারীশিক্ষা মন্দির স্কুলে পোলিয়ো টিকার সেন্টারে (Polio centre) হাজির হন অতীন ঘোষ । তিনি নিজে হাতে কয়েকটি শিশুকে পোলিয়ো প্রতিষেধক ড্রপ মুখে দিয়ে দেন । তিনি বলেন, "সমস্ত ধরনের টিকাকরণ কর্মসূচি যাতে নিয়মিত ঠিকঠাক চলে, তা নজরদারি করা হচ্ছে । প্রতিটা শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে হবে । কেউ যাতে বাদ না যায় সেটা আমরা লক্ষ্য করছি । অভিভাবকদের উৎসাহিত করছি ।"

আরও পড়ুন : Polio Virus in Kolkata : 11 বছর পর ফের তিলোত্তমায় মিলল পোলিয়ো ভাইরাস, চিন্তায় পৌরনিগমের কর্তারা

মেটিয়াবুরুজ পোলিয়ো জীবাণু মেলা প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, "রাজ্য স্বাস্থ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখছে বিষয়টি । শিশুর মল থেকে নির্গত নাকি ভ্যাকসিন থেকে সেটা এখনও বোঝা যায়নি । সচেতনতা প্রচার চলছে লাগাতার । আজ প্রতি বরোতে কাউন্সিলররা প্রচার কর্মসূচিতে আছে । রুটিন টিকাকরণ কম হয়েছে তিনটি ওয়ার্ডে 139, 140, 141 ৷ এই তিনটি ওয়ার্ডে আলাদা করে বাড়তি নজরদারিতে কাজ করা হবে ।"

উল্লেখ্য, গার্ডেনরিচ বরো-15 এ রবিবার দুপুর 3:30 অবধি মোট টিকা পেয়েছেন 9565 জন শিশু ৷ মোট পোলিয়ো টিকার 531টি ভায়াল ব্যবহার হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.