ETV Bharat / city

Soumendu Adhikari Case: সৌমেন্দু অধিকারীর শ্মশানের জমি সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি

author img

By

Published : Jul 18, 2022, 4:28 PM IST

Updated : Jul 18, 2022, 5:34 PM IST

সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথির রাঙামাটি শ্মশানের জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগের মামলা(Soumendu Adhikari Case)থেকে সরে দাড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী(Justice Vivek Chaudhary ৷

Soumendu Adhikari Case
Calcutta High court

কলকাতা, 18 জুলাই: কাঁথির রাঙামাটি শ্মশানের জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলা থেকে সরে গেলেন বিচারপতি বিবেক চৌধুরী ৷ মামলার অনেকটাই শোনার পর হটাৎ করে সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন বিচারপতি(Justice Vivek Chaudhary release the matter on personal ground) ।

জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগে কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল 29 জুন । তারপর পুলিশ দাবি করে, এই ঘটনার তদন্তে নেমে একাধিক নথি উদ্ধার করেছে । সেই কারণে সৌমেন্দু অধিকারীকে 41-এ তে নোটিশ পাঠায় পুলিশ । বাধ্য হয়ে এফআইয়ার খারিজের দাবিতে হাইকোর্টের(Calcutta High Court)দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী ।

বিচারপতি বিবেক চৌধুরী এর আগে দুদিন মামলা শোনার পর এদিন হটাৎ করে ব্যক্তিগত কারণে তিনি মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানান । পাশাপাশি তিনি নির্দেশে প্রধান বিচারপতিকে এই মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত অন্য ও যথাযথ বেঞ্চে মামলার শুনানির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন ।

গত সপ্তাহে মামলার শুনানিতে সৌমেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "কাঁথির শ্মশানের জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠলে পৌরসভার অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধেও অভিযোগ করা উচিত ছিল । কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ।" অন্যদিকে রাজ্যের তরফে আইনজীবী শ্বাশত গোপাল মুখোপাধ্যায় বলেন, "যারা ওই শ্মশানের জমির প্লট পেয়েছেন তারা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন 10-15 লক্ষ টাকার বিনিময়ে এইগুলি পেয়েছেন । কিন্তু সেই টাকা পৌরসভার তহবিলে আসেনি । এই ঘটনার তদন্ত হওয়া দরকার ।"

আরও পড়ুন: শ্মশানের জমি বিক্রি মামলায় সৌমেন্দুকে স্বস্তি দিল হাইকোর্ট

মামলাকারীর আইনজীবীও বলেছিলেন, "পৌরসভার লেটারহেডে, অফিসে বসে সৌমেন্দু অধিকারী এই বেআইনি কাজ করেছেন ৷ কিন্তু সেই টাকা পৌরসভার তহবিলে নয়, নিজের পকেটে ঢুকিয়েছেন । এখন বলছেন তিনি যেহেতু বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন তাই তাঁকে ফাঁসানো হচ্ছে ।" এদিন সৌমেন্দু অধিকারীর আইনজীবী আদালতে তাঁর বক্তব্য জানাতে উঠলে বিচারপতি বিবেক চৌধুরী জানান, এই মামলা যদিও তিনি বেশ খানিকটা শুনেছেন তা সত্ত্বেও ব্যাক্তিগত কারণে মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন ।

এরপর কাঁথি শ্মশানের মামলা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী রাজদীপ মজুমদার । বিচারপতি বিবেক চৌধুরী শুক্রবার সৌমেন্দুর বিরুদ্ধে কোনওরকম কঠোর পদক্ষেপ নেওয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন ৷ যা আজ পর্যন্ত বহাল ছিল ৷ মামলা থেকে এদিন ব্যক্তিগত কারণে অব্যাহতি নিলেও সেই নির্দেশিকা বহাল থাকবে কি না, সেবিষয়ে জানতে চান সৌমেন্দু অধিকারীর আইনজীবী । বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি মামলার নথি জমা করার নির্দেশ দিয়েছেন আদালতে । আগামিকালই অন্য কোনও বেঞ্চে এই মামলার শুনানি হবে বলেই মনে করছেন আইনজীবীরা ।

Last Updated : Jul 18, 2022, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.