SSC Recruitment Scam: স্কুলে নিয়োগ দুর্নীতি হিমশৈলের চূড়া, পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর

author img

By

Published : Sep 29, 2022, 1:36 PM IST

Updated : Sep 29, 2022, 2:07 PM IST

justice-biswajit-basu-warns-of-cancelling-entire-panel-in-ssc-recruitment-scam
SSC Recruitment Scam: স্কুলে নিয়োগ দুর্নীতি হিমশৈলের চূড়া, পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর ()

এতদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhihjit Ganguly) স্কুলে নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) কড়া মন্তব্য করছিলেন ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক বিচারপতির নাম ৷ তিনি বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ তাঁর মন্তব্য, স্কুলে নিয়োগ দুর্নীতি হিমশৈলের চূড়া ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর : গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত একটি মামলায় (SSC Recruitment Scam) এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু বিস্ফোরক মন্তব্য করলেন । গতকাল, বুধবার সিবিআইয়ের (CBI) দেওয়া রিপোর্টকে হিমশৈলের চূড়ামাত্র বলে উল্লেখ করলেন এই বিচারপতি । পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhihjit Ganguly) সমর্থন জানালেন তিনি । এমনকী, পুরো নিয়োগ প্যানেল বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু । ফলে গ্রুপ ডি নিয়োগ মামলায় আরও অস্বস্তিতে পড়ল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ৷

বৃহস্পতিবার শুনানিতে গ্রুপ ডি নিয়োগ মামলায় সঞ্জীব মাইতি-সহ 50 জনকে নিয়ে সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ শুনানিতে তাঁর মন্তব্য, ‘‘হিমশৈলের চূড়ামাত্র, গোটা হিমশৈল জলের নিচে আছে । গতকালের সিবিআইয়ের পেশ করা রিপোর্টের নির্যাস দেখে এমনই মনে হচ্ছে ।’’ এখানেই না থেমে তিনি এই পরিসংখ্যানকে ভয়ঙ্কর বলেও ব্যাখ্যা করেন ৷

তিনি আরও বলেন, ‘‘এরা শিক্ষক, এরা সমাজ গড়ে, এরা অন্য কোনও পেশায় নেই । ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে, জিজ্ঞাসা করবে এমন শিক্ষকদের যোগ্যতা কী ?’’ এর পর বিচারপতি বিশ্বজিৎ বসুর গলায় আক্ষেপ শোনা যায় ৷ তিনি মন্তব্য করেন, ‘‘আমি জানি না এর শেষ কোথায় ।’’

তার পরই তিনি কড়া নির্দেশ দেন ৷ বলেন, ‘‘আগে আবর্জনা পরিষ্কার করুন ।’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘গোটা প্যানেল খারিজ করা উচিত । সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ ভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে ভবিষ্যতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা উচিত । দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে ।’’

স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে গত কয়েকমাসে হইচই ফেলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে বিভিন্ন দিন শুনানিতে তাঁর কড়া নির্দেশ, কড়া মন্তব্য বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ এদিন বিচারপতির বসুও সেই প্রসঙ্গ তোলেন৷ বলেন, ‘‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন৷ আমিও তাতে সামিল হচ্ছি ।’’

শুনানি শেষে তিনি জানান, স্কুলে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলার পরবর্তী শুনানি 18 নভেম্বর ৷ ওই দিনের মধ্যে তিনি সিবিআই-কে রিপোর্ট জমা দিতে বলেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল বুধবার হাইকোর্টে সিবিআইয়ের তরফে একটি রিপোর্ট পেশ করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, স্কুলে নিয়োগের ক্ষেত্রে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণি এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি পর্যায়ে চাকরিতে মেধাতালিকায় এমন 8 হাজার জনের নাম রয়েছে, যাঁরা একটি বা দু’টি প্রশ্নের উত্তর দিয়েছেন কিংবা সাদা খাতা জমা দিয়েছেন ৷

এই আট হাজারের মধ্যে কারা সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেন বিচারপতি । সিবিআই রিপোর্টে বলা হয়েছে , নবম-দশমে 952 জন, একাদশ-দ্বাদশে 907 জন, গ্রুপ-সি 3481 জন এবং গ্রুপ-ডি পর্যায়ে 2823 জন ওএমআর জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছেন । সব মিলিয়ে সংখ্যাটা 8 হাজারের বেশি ৷

আরও পড়ুন : প্রাথমিকে আরও 22 জনকে চাকরির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Last Updated :Sep 29, 2022, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.