ETV Bharat / city

নেতাজির নামে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামকরণ ? কী বলছে পরিবার...

author img

By

Published : Jan 22, 2021, 10:07 AM IST

Updated : Jan 22, 2021, 10:21 AM IST

নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় । এনিয়ে কী বলছে নেতাজির পরিবার ?

Victoria to be renamed after Netaji
Victoria to be renamed after Netaji

কলকাতা, 22 জানুয়ারি : আগেই 23 জানুয়ারি 'পরাক্রম দিবস' ঘোষণা করেছে কেন্দ্র । 125তম জন্মবার্ষিকীতে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে কালকা মেলের নাম পরিবর্তন করে 'নেতাজি এক্সপ্রেস' করার সিদ্ধান্ত টুইটারে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । এবার নেতাজি বা আজ়াদ হিন্দ ফৌজের নামে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামকরণ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। নাম পরিবর্তনের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী । শোনা যাচ্ছে, নেতাজি বিষয়ক কমিটি এই সংক্রান্ত প্রস্তাব দিয়েছে। নতুন নামকরণ নেতাজি মেমোরিয়াল হতে পারে বলে শোনা গেছে।

আরও পড়ুন : নেতাজিকে ‘ভারতরত্ন’ দেওয়ার সুপারিশ

যদিও বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্য তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ সুগত বসু । এবিষয়ে নেতাজির পরিবারের কারও কাছে কোনও খবর নেই । সুগত বসুর কাছে বিষয়টি গুরুত্বহীন । গুজব ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি । জানান, "এখনও পর্যন্ত সবটাই গুজব । আমাদের কাছে অফিশিয়াল কোনও বিজ্ঞপ্তি আসেনি । এ বিষয়ে কিছু বলার নেই ।"

অন্যদিকে ভিক্টোরিয়ার নাম পরিবর্তনের বদলে নেতাজিকে শ্রদ্ধা জানাতে পৃথক স্মৃতিসৌধ তৈরির পক্ষপাতী প্রপৌত্র চন্দ্র বসু । ভিক্টোরিয়া মেমোরিয়ালের দায়িত্বে থাকা সংস্কৃতি মন্ত্রকের কর্তারা নাম পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন । তবে এ বিষয়ে সোশাল মিডিয়ায় যে তীব্র জল্পনা শুরু হয়েছে সেকথা স্বীকার করেছেন তাঁরা ।

আরও পড়ুন : কালকা মেলের নাম বদলে হচ্ছে নেতাজি এক্সপ্রেস

ইতিমধ্যেই নেতাজির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার । ভিক্টোরিয়া হলে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগামীকাল কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷

প্রসঙ্গত, ভিক্টোরিয়ার নাম বদলের বিষয়টি নতুন নয় । কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদের নামে করার সময়ই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম রানি লক্ষ্মীবাঈয়ের নামে করার দাবি তুলেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী । কিন্তু, নেতাজির প্রতি বাঙালির আবেগ বুঝে ভোটের আগে ভিক্টোরিয়ার নাম বদলের মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন : নেতাজি জন্মজয়ন্তী পালনে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

Last Updated : Jan 22, 2021, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.