ETV Bharat / city

Insaf Sabha: শহিদ দিবসের পাল্টা ইনসাফ সভা, আনিশ কাণ্ডে ধর্মতলামুখী এসএফআই-ডিওয়াইএফআই

author img

By

Published : Sep 6, 2022, 2:19 PM IST

Updated : Sep 6, 2022, 3:18 PM IST

Insaf Sabha called by SFI DYFI on 20 September in Anis Khan death protest
শহীদ দিবসের পাল্টা ইনসাফ সভা, আনিস কাণ্ডে ধর্মতলামুখী বামেরা

শহিদ দিবসের পালটা হিসেবে ইনসাফ সভার (Insaf Sabha) আয়োজন করল এসএফআই (SFI) এবং ডিওয়াইএফআই (DYFI) । আনিশ খান মৃত্যুকাণ্ডে ধর্মতলায় জনসভার ডাক দেওয়া হয়েছে ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: বিগত বছরের মতো এ বারও গত 21 জুলাই 'শহিদ দিবস' পালন করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষের জমায়েত হয় ধর্মতলা চত্বরে । একই জায়গায় আগামী 20 সেপ্টেম্বর পালটা জনসভার আয়োজন করেছে সিপিএম ছাত্র ও যুব সংগঠন এসএফআই (SFI) এবং ডিওয়াইএফ আই (DYFI) । যার নাম দেওয়া হয়েছে ইনসাফ সভা (Insaf Sabha)৷ হাওড়ার আমতার ছাত্রনেতা আনিশ খানের 'রহস্য মৃত্যু' মামলার সঠিক তদন্তের দাবিতে এই জনসভার ডাক দেওয়া হয়েছে ৷ এ ছাড়াও দুর্নীতি, শিক্ষার মতো নানা ইস্যু উঠে আসবে সেখানে ৷

ইনসাফ সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী ও সমর্থকদের ধর্মতলা চত্বরে হাজির হওয়ার ডাক দিয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই ৷ সিপিএমের দাবি, শাসক দল তৃণমূলের মতো প্রলোভন বা ভয় দেখিয়ে বাস ভর্তি করে লোক আনতে হবে না তাদের । বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নামবে ধর্মতলা চত্বরে ।

সিপিএমের যুক্তি, দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অগণিত সম্পত্তির হদিশ থেকে শুরু করে লাগাতার শাসক নেতা-মন্ত্রীদের দুর্নীতি প্রকাশ পাচ্ছে নিত্যদিন । শাসক দল তৃণমূল যে সাধারণ মানুষের টাকা লুট করেছে, তা বারে বারে প্রমাণ পাচ্ছে । মিথ্যে মামলায় ফাঁসানো থেকে শুরু করে পঞ্চায়েতের টাকা লুট, সরকারি প্রকল্পের অসৎ ব্যবহারের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে । তাই সাধারণ মানুষ এখন বীতশ্রদ্ধ । ন্যায্য পাওনা আদায়ের লড়াইয়ে সাধারণ মানুষ তাঁদের সঙ্গে শামিল হবেন বলে মনে করেন ডিওয়াইএফআই নেতা ধ্রুবজ্যোতি সাহা ।

আরও পড়ুন: আনিশ খানের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে রাজ্য জুড়ে সই সংগ্রহ ডিওয়াইএফআইয়ের

এই ইনসাফ সভার পক্ষে ইতিমধ্যে জেলায় জেলায় মিটিং, মিছিল, জনসভা শুরু হয়েছে । আনিশ কাণ্ডের প্রতিবাদ করে গ্রেফতার হওয়া অন্যতম বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও এই প্রচার জনসভায় বক্তব্য রাখবেন । এই সভার সমর্থনে বিভিন্ন জায়গায়, পাড়ার মোড়ে প্রচার শুরু হয়েছে ৷ চলছে দেওয়াল লিখন । আর তাতেই সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে বলে সিপিএম সূত্রের দাবি । ডিওয়াইএফআই নেতা ধ্রুবজ্যোতি সাহা বলেন, "অন্যায়ের প্রতিবাদকারী ছাত্রনেতা আনিশ খানকে পুলিশ দিয়ে খুন করানো হল । তার সঠিক তদন্ত হল না । সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ আন্দোলন করায় আমাদের কমরেডদের গ্রেফতার করা হল । আনিস খানের বাবা সালেম খান-সহ গোটা রাজ্যের মানুষ আনিশ হত্যার জবাব চায় । তারা এই পাহাড়প্রমাণ দুর্নীতির প্রতিকার চায় । তাই হাজার হাজার মানুষ আমাদের ইনসাফ সভায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন ।" ইনসাফ সভায় প্রধান বক্তাদের তালিকায় সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ছাড়াও থাকবেন প্রয়াত ছাত্রনেতা আনিশ খানের বাবা সালেম খানও ।

Last Updated :Sep 6, 2022, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.