ETV Bharat / city

TMC Worker Dies : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু এসএসকেএমে

author img

By

Published : Jan 5, 2022, 10:24 AM IST

Updated : Jan 5, 2022, 2:01 PM IST

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মী মুজিবর ইসলাম মজুমদারের মৃত্যু হল কলকাতার এসএসকেএম হাসপাতালে (injured TMC worker from Tripura dies in SSKM hospital) ৷

TMC Worker Died
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু এসএসকেএমে

কলকাতা, 5 জানুয়ারি : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মী মুজিবর ইসলাম মজুমদারের মৃত্যু হল কলকাতার এসএসকেএম হাসপাতালে (injured TMC worker from Tripura dies in SSKM hospital) ৷ তৃণমূলের অভিযোগ, গতবছরের অগাস্টে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন মুজিবর ৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে ত্রিপুরা থেকে নিয়ে এসে চিকিৎসার জন্য এসএসকেএমে ভর্তি করানো হয় ৷

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন গত 28 অগাস্ট ত্রিপুরায় আক্রান্ত হন মুজিবর ইসলাম মজুমদার ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি হামলা চালায় ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তাঁকে ত্রিপুরা থেকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ৷ তখন থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হল না । বুধবার সকালে মৃত্যু হয় মুজিবরের ৷ তৃণমূল সূত্রে খবর শীঘ্রই তাঁর দেহ ত্রিপুরায় নিয়ে যাওয়া হবে ৷

আরও পড়ুন : কল্যাণীতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

কয়েকদিন আগেই ত্রিপুরা সফরে গিয়ে বিজেপি'র বিরুদ্ধে তৃণমূল কর্মী-সমর্থকদের উপরে নৃশংস আক্রমণের অভিযোগ এনেছিলেন অভিষেক ৷ তাঁর দাবি ছিল, বিজেপি'র বিরুদ্ধে তৃণমূল প্রতিরোধ গড়ে তুলছে বলেই এই আক্রমণ নেমে আসছে ৷ বিপ্লব দেবের রাজ্যে দলীয় কর্মীদের উপর আক্রমণ এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বুধবারই ত্রিপুরায় তৃণমূলের পক্ষ থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে ।

Last Updated : Jan 5, 2022, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.