ETV Bharat / city

ব্যক্তিগত কেচ্ছায় কি বিরক্ত বঙ্গের রাজনীতি ?

author img

By

Published : Jun 26, 2021, 4:20 PM IST

Updated : Jun 26, 2021, 7:33 PM IST

impact of extramarital affairs in bengal politics
ব্যক্তিগত কেচ্ছায় কি বিরক্ত বঙ্গের রাজনীতি ?

রত্না-শোভন-বৈশাখী, যশ-নুসরত-নিখিল, কিংবা শ্রীময়ী-কাঞ্চন-পিঙ্কি ৷ তিন ত্রয়ীকে নিয়ে কি বিরক্ত রাজনৈতিক মহল ? ব্যক্তিগত কেচ্ছার খেসারতে কেরিয়ার (রাজনৈতিক) জলাঞ্জলি দিতে হবে না তো তারকা রাজনীতিকদের ? উঠছে প্রশ্ন ৷

কলকাতা, 26 জুন : বঙ্গ রাজনীতিতে নতুন রঙ্গ ! নামজাদাদের বেহিসেবি চালচলনে কার্যত মাথা হেঁট দলীয় নেতৃত্বের ৷ বিয়ে ভাঙা বন্ধুত্ব থেকে হবু সন্তানের বাবার পরিচয় নিয়ে কাটাছেঁড়া ৷ চোখ, কান ঘোরালেই মুচমুচে আড্ডার হাতে গরম সব রসদের সম্ভার ৷ শোভন-বৈশাখীকে (Sovan Chatterjee-Baishakhi Banerjee) দিয়ে যে ধারা শুরু হয়েছিল, কার্যত সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছেন নুসরত-যশ (Nusrat Jahan-Yash Dasgupta), কাঞ্চন-পিঙ্কিরা (Kanchan Mullick-Pinky Banerjee) ৷ যা রাজনীতির আলোচনায় থাকা আমুদে বাঙালির কাছে বেশ খানিকটা অচেনা ৷

রাজনীতির মানুষরা বাকি অনেকের কাছেই অনুসরণযোগ্য ৷ আমজনতার একটা অংশ অন্তত তেমনটাই মনে করে ৷ অন্যদিকে, রাজনীতিতে সফল হতে গেলে স্বচ্ছ ভাবমূর্তি বড় ফ্য়াক্টর ৷ তাই অধিকাংশ রাজনীতিকই কোনও ব্য়ক্তিগত কেচ্ছায় জড়িয়ে পড়লে তা জনসমক্ষে আনতে চান না ৷ চেনা-জানা এই ছক ভেঙেই কি এতটা ট্রেন্ডিং শোভন-বৈশাখী, যশ-নুসরতরা ?

আরও পড়ুন : শোভন-বৈশাখী, নুসরতদের নিয়ে কি বেশি ভাবছে আমবাঙালি ?

কলকাতার প্রাক্তন মেয়র, রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী, দাপুটে রাজনীতিক এবং জননেতা ৷ শোভন চট্টোপাধ্য়ায় সম্পর্কে বলতে গেলে এই সবক’টা পরিচয়ই সমান গুরুত্বপূর্ণ ৷ স্ত্রী রত্নার সঙ্গে তাঁর বিয়ের বয়স প্রায় 23 বছর ৷ এই দম্পতি দুই সন্তানের বাবা-মা ৷ তাঁদের দুই ছেলে-মেয়েও আর ছোট নেই ৷ তাঁরা তরুণ ৷ এহেন শোভন যে বৈশাখী ঝড়ে এভাবে উড়ে যাবেন, একথা কয়েক বছর আগে শোভন নিজেও ভাবতে পারতেন কিনা সন্দেহ ৷

impact of extramarital affairs in bengal politics
শোভন-বৈশাখী ৷

সবথেকে বড় বিষয় হল, প্রাথমিক ফিসফাস পর্ব পার করার পর বৈশাখীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে শোভন যেভাবে প্রকাশ্যে অকপট স্বীকারোক্তি দিয়েছেন, তা দেখে খাবি খেতে হয়েছে বহু দুঁদে রাজনীতিককেও ৷ বস্তুত, এখনও এঁদের অধিকাংশই গোটা বিষয়টি থেকে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছেন ৷

কিন্তু প্রশ্ন হল, শোভন-বৈশাখীর এই বন্ধুত্বে কি বিব্রত হননি তৃণমূল সুপ্রিমো ? খুব স্বাভাবিকভাবেই প্রকাশ্যে এ নিয়ে তেমন কোনও মন্তব্য করতে শোনা যায়নি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ৷ সত্যি বলতে কী, সেটা যে খুব শোভনীয় হত না, তা তৃণমূলনেত্রী বিলক্ষণ জানেন ৷ তবে দুষ্টু লোকেরা বলে, দলের একজন দক্ষ সেনার এহেন আচরণ ক্ষুব্ধ করেছিল নেত্রীকে ৷

আরও পড়ুন : Sovan-Ratna : শোভনকে ‘পাগল’ প্রমাণ করতে পারলে সম্পত্তি ফিরে পাবেন রত্না

পরবর্তীতে শোভন তাঁর স্ত্রী রত্নাকে আদালতে টেনে নিয়ে যান ৷ তাঁদের বিবাহ-বিচ্ছেদের মামলা এখনও বিচারাধীন ৷ এই ঘটনাক্রমে ‘দিদি’ যে তাঁর স্নেহের কাননকে ছেড়ে রত্নার দিকেই ঝুঁকে রয়েছেন, তা বোঝা যায় অন্যদের আচরণে ৷ সম্প্রতি শোভন-বৈশাখীকে যে ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh), দলেনেত্রীর প্রশ্রয় ও সম্মতি না থাকলে, তিনি যে করতেন না, তা বলাই বাহুল্য ৷

তবে শুধু মমতা বা তৃণমূল নন, বিজেপির মতো গেরুয়া দলকেও কম ঘোল খাওয়ায়নি শোভন-বৈশাখী জুটি ৷ সনাতনী হিন্দু আবেগ বিজেপির অন্যতম অস্ত্র ৷ সেখানে ‘‘খুল্লাম খুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো’’ মানসিকতার প্রকাশ্য ঠাঁই নেই ৷ অথচ সেই দলের অনুশাসনেরও ধার ধারেনি শোভন-বৈশাখী ৷ শেষমেশ অবশ্য বিজেপির সঙ্গেও সম্পর্ক ছেদ করেছেন তাঁরা ৷ সে প্রসঙ্গ আলাদা ৷ তবে এই যুগলের আচরণ যে বিজেপি নেতৃত্বকে ভাল মতো বিড়ম্বনায় ফেলেছিল, তা নিয়ে রাজনীতিকদের প্রায় সকলেই সহমত ৷

এবার আসা যাক, বঙ্গ-রঙ্গের পরবর্তী পর্বে ৷ যার প্রধান তিন চরিত্র হলেন নুসরত জাহান, নিখিল জৈন (Nikhil Jain) এবং যশ দাশগুপ্ত ৷ 2019 সালে তুরস্কে বসেছিল এলাহী ‘বিয়ের আসর’ ৷ সেখানে চার হাত এক হয়েছিল নুসরত-নিখিলের ৷ আর এখন সেই নুসরতেরই দাবি, ওটা নাকি বিয়েই ছিল না ! এদিকে, শোনা যাচ্ছে তিনি নাকি গর্ভবতী ৷ অথচ নিখিলের দাবি, ভাবী সন্তানের জনক তিনি নন ! অন্যদিকে, যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের রসায়ন টলি টাউনে নতুন হ্য়াপেনিং টপিক ৷ সব মিলিয়ে সারমর্ম অত্য়ন্ত জটিল ৷

আরও পড়ুন : Nusrat Jahan : ইচ্ছাকৃত ভুল তথ্য লোকসভাকে, নুসরতের বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিজেপি সাংসদের

বিষয় হল, নিখিল, নুসরত, বা যশ ৷ সকলেই প্রাপ্তবয়স্ক ৷ তাই তাঁরা কার সঙ্গে সম্পর্ক গড়বেন, আর কার সঙ্গে গাঁটছড়া খুলবেন, সেই সিদ্ধান্ত একান্তই তাঁদের নিজের ৷ কিন্তু ‘কাহানি মে টুইস্ট’ হল এঁদের মধ্যে দু’জনের রাজনৈতিক পরিচয় ৷ নুসরত শুধুমাত্র তারকা বা নায়িকা নন ৷ তিনি তৃণমূলের সাংসদ ৷ অর্থাৎ কিনা জনপ্রতিনিধি ৷ অন্যদিকে, যশও সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে ৷

impact of extramarital affairs in bengal politics
নিখিল-নুসরত-যশ ৷

আর গোলটা বাঁধে এখানেই ৷ ইতিমধ্যেই নেট নাগরিকদের একাংশ নুসরতের গর্ভস্থ সন্তানকে ‘বিজে-মূল’ বলে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন ৷ তাঁরা ধরেই নিয়েছেন, ওই সন্তান যশের ৷ এ নিয়ে নুসরতকে কম কটূ কথাও শুনতে হচ্ছে না ৷ তবে এটা নৈতিকতা না অনৈতিক নীতি-পুলিশগিরি, সেটাও তর্কের বিষয় ৷ কিন্তু ঘটনা হল, এতে কিছুটা হলেও বিব্রত রাজ্য়ের শাসকদল ৷

এই ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যেই নুসরতের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে ভুল তথ্য পেশের অভিযোগ উঠেছে ৷ এমনকি, তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি তুলে লোকসভার স্পিকারকে চিঠি পর্যন্ত পাঠিয়েছেন বিজেপি সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্য (Sanghmitra Maurya) ৷ এখন দেখার বিষয় হল, এই একই কারণ আগামী দিনে নুসরতের বিশেষ বন্ধু যশকেও দলের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হয় কি না ৷ আপাতত এ নিয়ে মুখে কুলুপ গেরুয়া শিবিরের ৷

আরও পড়ুন : পতি পত্নী অউর ওহ থেকে দুয়ারে বান্ধবী... মিম-ঝড়ে কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কি

সব শেষে যে ত্রয়ীর কথা না বললেই নয়, তাঁরা হলেন কাঞ্চন মল্লিক, তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ৷ এঁদের তিনজনকে নিয়ে নাকি ‘পতি, পত্নী অউর উয়ো’র গল্প ছকছেন কেউ কেউ ৷ স্বয়ং পিঙ্কির অভিযোগ, শ্রীময়ীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন ৷ যা সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কাঞ্চন-শ্রীময়ী ৷

সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কাঞ্চন ৷ দাঁড়ান ভোটে ৷ আর প্রথমবারেই বাজিমাৎ করেন অভিনেতা ৷ উত্তরপাড়া আসনে জয়ী হয়ে সটান বিধানসভায় পৌঁছে যান তিনি ৷ ঠিক তখনই সামনে আসে সম্পর্কের এই টানাপোড়েন ৷ কাঞ্চন নিজে জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি লজ্জিত ৷ লজ্জার কারণ, তাঁর সদ্য শুরু হওয়া রাজনৈতিক কেরিয়ার ৷ কী জবাব দেবেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ও নেতা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে (Abhishek Banerjee), সেটাই নাকি ভেবে পাচ্ছেন না অভিনেতা-বিধায়ক ৷ অন্যদিকে, গোটা বিষয়টি নিয়ে নাকি রাজনৈতিক ষড়যন্ত্রেরও অভিযোগ উঠছে ৷ প্রশ্ন উঠছে, তৃণমূল বিধায়কের ভাবমূর্তি নষ্ট করতেই কি হঠাৎ করে তাঁর চরিত্র নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে ? জবাব আপাতত অজানা ৷

impact of extramarital affairs in bengal politics
পিঙ্কি-কাঞ্চন-শ্রীময়ী ৷

যদিও পর পর এমন ঘটনায় বিরক্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ ব্য়ক্তিগত জীবনের কেচ্ছা যখন রাজনৈতিক পরিচয়ের থেকেও বড় হয়ে ওঠে, তখন তা চিন্তার বিষয় তো বটেই ৷ তবে একমাত্র শোভন চট্টোপাধ্য়ায়কে বাদ দিলে এখনও পর্যন্ত সম্পর্কের জটিলতার খেসারত (রাজনৈতিক) কেরিয়ার বিসর্জন দিয়ে দিতে হয়নি কাউকে ৷ তবে কোথাকার জল কোথায় গড়ায়, তা কে বলতে পারে ?

Last Updated :Jun 26, 2021, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.