ETV Bharat / city

Sextortion : বাংলায় বাড়ছে সেক্সটরশনে শিকারের সংখ্যা, বাঁচার উপায় বললেন সাইবার বিশেষজ্ঞ

author img

By

Published : May 16, 2022, 7:14 PM IST

আপত্তিকর ছবির সাহায্যে ব্ল্যাকমেলিংকে ইদানীং সাইবার অপরাধের ভাষায় বলা হচ্ছে সেক্সটরশন ৷ অনেকেই এর শিকার হচ্ছেন ৷ কীভাবে সুরক্ষিত থাকবেন (How to Be Safe from Sextortion), উপায় বললেন সাইবার বিশেষজ্ঞ এবং ইথিক্যাল হ্যাকার মহম্মদ রেজা আহমেদ ৷

how to be safe from sextortion
Sextortion : বাংলায় বাড়ছে সেক্সটরশনে শিকারের সংখ্যা, বাঁচার উপায় বললেন সাইবার বিশেষজ্ঞ

কলকাতা, 16 মে : এক্সটরশন ৷ বাংলায় সহজ করে বললে হুমকি দিয়ে অর্থ আদায় ৷ এই ধরনের অভিযোগ প্রায়ই সামনে আসে ৷ কিন্তু তারই সঙ্গে ইদানীং বাড়ছে সেক্সটরশনের অভিযোগও (Sextortion allegations are now increasing in Bengal) ৷ যার জেরে কেউ সর্বস্বান্ত হচ্ছেন, তো কেউ কেউ সামাজিক লজ্জা থেকে বাঁচতে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন ৷

মাসখানেক আগে হুগলির এক সিপিএম নেতা সেক্সটরশনের ফাঁদে পা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল ৷ কখনও কখনও সাধারণ মানুষ ৷ আবার কখনও স্কুল-কলেজ পড়ুয়ারাও শিকার হচ্ছেন এই অপরাধের ৷ তাই এই বিষয়ে আরও সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকে ৷

কীভাবে চলছে এই সেক্সটরশনের কাজ ?

সাইবার বিশেষজ্ঞ এবং ইথিক্যাল হ্যাকার মহম্মদ রেজা আহমেদ ইটিভি ভারতকে জানালেন, প্রথমেই ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটস অ্যাপ থেকে বন্ধুত্ব । এরপর ফোনের ওপারে থাকা মহিলা কিংবা পুরুষ সঙ্গী একে অপরের বিশ্বাস অর্জন করার জন্য ধীরে ধীরে ভিডিয়ো কলিংয়ের মাধ্যমে কথাবার্তা শুরু করেন । এরপর এই ভিডিয়ো কলিংয়ের সময় উলটো প্রান্তে থাকা পুরুষ বা মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যাচ্ছেন ৷ এপারে যিনি থাকছেন, তিনি কিছু বুঝে ওঠার আগেই ওপার থেকে স্ক্রিনশট নেওয়া হচ্ছে ৷ আর সেই স্ক্রিনশটকে হাতিয়ার করেই শুরু হয় ব্ল্যাকমেলিং ৷

Sextortion : বাংলায় বাড়ছে সেক্সটরশনে শিকারের সংখ্যা, বাঁচার উপায় বললেন সাইবার বিশেষজ্ঞ

কিন্তু কাদের মূলত টার্গেট করছে এই ধরনের অপরাধীরা ?

মহম্মদ রেজা আহমেদ জানাচ্ছেন, সব বয়সীদের টার্গেট করা হচ্ছে ৷ তবে অল্পবয়সী ও বয়স্কদেরই বেশি ফাঁদে ফেলা হচ্ছে ৷

তাহলে বাঁচার উপায়...

মহম্মদ রেজা আহমেদের কথায়, প্রথমত এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে অপরিচিতদের সঙ্গে ভিডিয়ো কল এড়িয়ে চলতে হবে ৷ তাছাড়া সঙ্গী বা সঙ্গিনী কিংবা ঘনিষ্ঠ কাউকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যক্তিগত ছবি পাঠানো যাবে না ৷ তার পরও যদি এই ধরনের সাইবার অপরাধীদের জালে কেউ পড়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য নেওয়াই অবশ্য কর্তব্য ৷

আরও পড়ুন : Cyber Trap Sextortion : মিটিং চলাকালীন ভিডিও কলে নগ্ন মহিলার ছবি, সাইবার ফাঁদে সিপিএম নেতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.