ETV Bharat / city

HCs Order to BJP: কোন কোন শর্তে 21 জুলাই সভা করার অনুমতি পেল বিজেপি, জানতে পড়ুন...

author img

By

Published : Jul 20, 2022, 5:42 PM IST

21 জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির (TMCs 21 July Rally) দিনই উলুবেড়িয়ায় সভা করবে বিজেপি (BJP) ৷ কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে বিজেপিকে ওই সভা করার অনুমতি দিয়েছে ৷ সভা করতে গেলে কী কী শর্ত মানতে হবে বিজেপিকে ? এক নজরে পড়ে নিন (How BJP got Permission for Meeting on July 21) ৷

How BJP got Permission for Meeting on July 21
HCs Order to BJP: কোন কোন শর্তে 21 জুলাই সভা করার অনুমতি পেল বিজেপি, জানতে পড়ুন...

কলকাতা, 20 জুলাই : আগামিকাল, 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ দিবসের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের (TMCs 21 July Rally) ৷ ওই দিনই হাওড়ার উলুবেড়িয়ায় পালটা কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেয় বিজেপি (BJP) ৷ যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে অনুমতি নাকচ করে দেয় পুলিশ ৷ তার পর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় বিজেপি ৷ বুধবার আদালত বিজেপিকে ওই দিন সভা করার অনুমতি দিয়েছে ৷ তবে শর্তসাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে ৷

এক নজরে দেখে নেওয়া যাক কী কী শর্ত কলকাতা হাইকোর্ট দিয়েছে বিজেপিকে -

  • সভা শুরু করতে হবে রাত 8টায় ৷ রাত 10টার মধ্যে সভা শেষ করতে হবে ৷
  • হাওড়ায় বিজেপির জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে ওই সভার আয়োজন করতে হবে ৷
  • সভাস্থল সম্বন্ধে পুলিশকে আজ সন্ধ্যা 6টার মধ্যেই জানাতে হবে ৷
  • পুলিশ সভাস্থল পরিদর্শন করে দেখবে যে সেখানে 2 হাজার মানুষের সমাবেশ সম্ভব কি না ! তা না হলে বিজেপির তরফে পুলিশকে জানাতে হবে যে সেখানে কতজন কর্মী-সমর্থক থাকবেন ৷
  • সভাস্থল মহকুমাশাসক পরিদর্শন করবেন ৷ তিনি খতিয়ে দেখবেন 20টি লাউডস্পিকার ব্যবহার করা যাবে কি না ! প্রয়োজনে তিনি লাউডস্পিকারের সংখ্যা কমাতে পারেন ৷
  • শান্তিপূর্ণভাবে সভা করতে হবে ৷ কোনওরকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না ৷
  • বিজেপির সভার জেরে যাতে জাতীয় সড়ক অবরুদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে ৷
  • সন্ধে সাড়ে 6টার সাধারণ মানুষ ও গাড়ি সভাস্থলে যেতে পারবে ৷
  • সভায় শুধু হাওড়ার মানুষই থাকতে পারবেন ৷ বাইরে কেউ যাতে না থাকে সেটা বিজেপিই নিশ্চিত করতে হবে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.