ETV Bharat / city

রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পাবেন ডিএ'র সুবিধা, বিজ্ঞপ্তি জারি নবান্নর

author img

By

Published : Jan 9, 2021, 9:21 PM IST

এতদিন যাবত 2 লক্ষ টাকার কম বেতন পান এমন কর্মীরা ডিএ'র সুবিধা পাচ্ছিলেন। নবান্ন থেকে আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল এবারে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পাবেন ডিএ'র সুবিধা।

higher level state government employees also get da
রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পাবেন ডিএ'র সুবিধা, বিজ্ঞপ্তি জারি নবান্নর

কলকাতা, 9 জানুয়ারি: এবার থেকে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পাবেন 3 শতাংশ মহার্ঘ ভাতা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিধানসভা নির্বাচনের মুখে ডিএ নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি খুবই তাৎপর্যপূর্ণ।

প্রতি বছর জানুয়ারি মাসে নিয়ম করে বকেয়া কিছু শতাংশ ডিএ দিয়ে থাকে রাজ্য সরকার। একই রকমভাবে এবারও ডিএর বিজ্ঞপ্তি জারি হল। কোরোনা পরিস্থিতির কারণে 1 শতাংশ ডিএ বৃদ্ধি হল। 3 শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে দুই হাজার কোটি টাকা।

আরও পড়ুন: চোরেদের বাঁচাতে আদালতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ নাড্ডার

প্রসঙ্গত এতদিন যাবত 2 লক্ষ টাকার কম বেতন পান এমন কর্মীরা ডিএ'র সুবিধা পাচ্ছিলেন। নবান্ন থেকে আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল এবারে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীরাও পাবেন ডিএ'র সুবিধা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.