ETV Bharat / city

ঘন কুয়াশার দাপটে একাধিক জেলায় কমছে দৃশ্যমানতা

author img

By

Published : Dec 9, 2020, 3:44 PM IST

ঘন কুয়াশা দাপট
ঘন কুয়াশা দাপট

সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশার রেশ কেটে আকাশ পরিষ্কার হবে । সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ।

কলকাতা, 9 ডিসেম্বর : কমছে শীতের আমেজ । বাড়ছে কুয়াশার দাপট । আগামী কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট । সকাল থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলি ছিল কুয়াশার চাদরে মোড়া । মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 মিটারের কম থাকবে । এই দিন দমদম ও ডায়মন্ডহারবারে কুয়াশার দাপটে বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা 200 মিটারের নিচে কমে যায় । বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কুয়াশার জন্য 200 মিটারের কম থাকবে দৃশ্যমানতা। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ।

আগামী 48 ঘণ্টায়ও কুয়াশার প্রভাব বেশি থাকবে। সেই সঙ্গেই একের পর এক পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করায় উত্তরে শীতল বাতাস বাধা পাচ্ছে। আগামী শুক্রবার একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করতে চলেছে জম্মু ও কাশ্মীর উপত্যকায় । আগামী 15 ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । বঙ্গোপসাগরের উপর একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এই বিপরীত ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে কুয়াশার প্রভাব । কমছে শীতের আমেজ ।

আজ কলকাতা শহর ও শহরতলি সকাল থেকেই ছিল কুয়াশাচ্ছন্ন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 70 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ও সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.