ETV Bharat / city

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে শাসক-বিরোধী তরজা জারি, পুলিশেই ভরসা রাজ্যপালের

author img

By

Published : Sep 18, 2022, 8:18 PM IST

Etv Bharat
Etv Bharat

রাজ্যপাল লা গানেশন জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। নবান্ন অভিযান নিয়ে যে অভিযোগ উঠছে তা পুলিশি তদন্ত থেকেই স্পষ্ট হয়ে যাবে (Governor La Ganesan says Probe is going on) ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্যে সক্রিয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP Nabanna Abhijan) । ওই দিন পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা । এই অবস্থায় রাজ্যের সাংবিধানিক প্রধানের দফতর জানিয়ে দিল, নবান্ন অভিযানের দিন রাজ্যের পুলিশ যে ভূমিকা গ্রহণ করেছে তাতে খুশি রাজভবন (Massacre in BJP Nabanna Abhijan) ।

রাজভবনের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল লা গানেশন জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে। নবান্ন অভিযান নিয়ে যে অভিযোগ উঠছে তা পুলিশি তদন্ত থেকেই স্পষ্ট হয়ে যাবে । প্রসঙ্গত, বর্তমান রাজ্যপালের বক্তব্যকে স্বাগত জানিয়েছে শাসক শিবিরও । জোড়াফুল শিবির বলছে, জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকার সময় রাজভবনকে বিজেপির পার্টি অফিসের রূপ দিয়েছিল । এখন বোঝা যাচ্ছে, রাজভবনে যিনি রয়েছেন তিনি বাংলার সাংবিধানিক প্রধান ।

তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, "প্রাক্তন রাজ্যপাল সরকারের উপরই ভরসা করতেন না । ভরসা করতেন বিজেপি নেতাদের নির্দেশের উপর । কিন্তু বর্তমান রাজ্যপাল পুলিশের উপর ভরসা রেখেছেন তাতে ভালো লাগছে । নবান্ন অভিযানের দিন রাজ্যের মানুষ তা দেখেছে । সবাই জানে কারা পুলিশকে পাথর ছুড়েছে । বিজেপির নির্লজ্জ রাজনীতি ধরা পড়ে গিয়েছে ।"

অন্যদিকে, বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিতের সঙ্গে দেখা করতে গিয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ সেই দলের প্রতিনিধিরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পুলিশি রাজ চলছে । বাংলায় জঙ্গলরাজ চলেছে । সাধারণ মানুষ 2024-এর নির্বাচনে এর জবাব দেবেন ৷ পালটা দিয়েছেন কুণাল ঘোষ ৷ তৃণমূলের মুখপাত্র বলেন, "এই কেন্দ্রীয় দল আসলে রাজনৈতিক পর্যটক । কলকাতার ভিক্টোরিয়া, চিড়িয়াখানা ঘুরে দেখতে এসেছে ওরা । একইসঙ্গে ওদের কাজ সরকারের বিরুদ্ধে কুৎসা করা । শাক দিয়ে মাছ ঢাকতে এদের পাঠানো হয়েছে । পালিয়ে গিয়ে লুক বদলেও বীরেরা ধরা পড়েছে । আসলে গুন্ডামি ওরা করেছে ।"

আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশ অফিসারদের খুনের ছক ছিল বিজেপির, তোপ তৃণমূলের

প্রসঙ্গত, রাজ্যে নবান্ন অভিযানের পর থেকেই শাসক ও বিরোধী শিবির পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে । চলছে অভিযোগ, পালটা অভিযোগের পালা । তবে এসবের মধ্যেও তাৎপর্যপূর্ণ অবশ্যই রাজ্যপালের অবস্থান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.