ETV Bharat / city

Dhankhar tweets Budget Session Time : জটিলতা কাটিয়ে 7 মার্চ দুপুরেই বাজেট অধিবেশন, টুইট রাজ্যপালের

author img

By

Published : Mar 3, 2022, 7:38 PM IST

গত শুক্রবার রাজ্যপালের তরফে টুইট করে জানানো হয় যে মুখ্যসচিব মন্ত্রিসভার পাঠানো ফাইলে ছাপার ভুলের বিষয়টি উল্লেখ করেছেন ৷ এদিন সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবন যান মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী । আজ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন (Jagdeep Dhankhar tweets Budget Session Time) ।

Jagdeep Dhankhar
7 মার্চ দুপুরেই বাজেট অধিবেশন, টুইট রাজ্যপালের

কলকাতা, 3 মার্চ : অবশেষে বিধানসভার অধিবেশন নিয়ে জট কাটল ৷ 7 মার্চ নির্ধারিত সময় দুপুর দুটোতেই বসছে অধিবেশন । এদিন সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবন যান মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী । আজ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন (Jagdeep Dhankhar tweets Budget Session Time) ।

রাজ্যপাল টুইট করে জানান, মুখ্যসচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে । বিধানসভার অধিবেশন সংক্রান্ত মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে 7 মার্চ বিধানসভার বাজেট অধিবেশন শুরু করার আহ্বান জানানো হয়েছে । তিনি বলেন, ‘‘মুখ্যসচিবকে জানিয়েছি, আগামী 15 দিনের মধ্যে আমি যে সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছি, সেই সমস্ত তথ্য এই সময়ের মধ্যে যেন পাঠিয়ে দেওয়া হয় ।’’

এর আগে ওই অধিবেশন 7 মার্চ রাত 2টোয় ডেকেছিলেন রাজ্যপাল ৷ বিধানসভা থেকে রাজ্যপালের কাছে যে চিঠি পাঠানো হয়, তাতে 2টোর পরে পিএম (PM) এর পরিবর্তে এএম (AM) লেখা হয়েছিল । সেইমতোই অধিবেশন ডেকেছিলেন রাজ্যপাল ৷ এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ রাজ্যপাল জানিয়েছিলেন, মন্ত্রিসভার প্রস্তাব মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ মধ্যরাতে অধিবেশন ইতিহাস তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেছিলেন ৷

  • WB Guv: Summoning WBLA

    Invoking article 174 (1) of Constitution, accepting Feb 28 Cabinet Decision, Assembly has been summoned to meet on March 07, 2022 at 2.00 PM.

    Chief Secretary has assured of effecting constitutional compliance of all pending issues not later than 15 days. pic.twitter.com/DjXpuAhFTg

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Dhankhar Changes Budget Session Time : সময় বদলে দুপুরেই বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল

যদিও সরকারি তরফে জানানো হয়েছিল যে দুপুর 2টোর বদলে রাত 2টো ছাপার ভুলে হয়ে গিয়েছে ৷ প্রশ্ন ওঠে, রাজ্যপাল বিষয়টি বুঝতে পেরেও কেন এই সিদ্ধান্ত নিলেন ? রাজ্যপাল জানিয়েছিলেন যে, তিনি এই নিয়ে আলোচনা করার জন্য মখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে ডেকেছিলেন ৷ তিনি (মুখ্যসচিব) না-আসায় রাজ্যপাল মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর দেন ৷ এবার অবশেষে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর সময় পরিবর্তন করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.