ETV Bharat / city

Dhankhar Invites Mamata at Raj Bhavan : মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপাল ধনকড়ের

author img

By

Published : Feb 17, 2022, 12:40 PM IST

Updated : Feb 17, 2022, 1:05 PM IST

Dhankhar invites Mamata
Dhankhar Invites Mamata at Rajbhawan : মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপাল ধনকড়ের

বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar Writes Letter to Mamata) ৷ তিনি চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী রাজভবনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন (Governor Jagdeep Dhankhar Invites Bengal CM Mamata Banerjee at Rajbhawan) ৷ এখন দেখার মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেন কি না !

কলকাতা, 17 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar Invites Bengal CM Mamata Banerjee at Rajbhawan) ৷ গত 15 ফেব্রুয়ারি তিনি এই নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে (Dhankhar Writes Letter to Mamata) ৷ বৃহস্পতিবার টুইট করে বিষয়টি জানিয়েছেন রাজ্যপাল ৷

এদিন এই নিয়ে দু’টি টুইট করেছেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করেছেন ৷ তবে কোনও সময়ের কথা বলেননি ৷ এই সপ্তাহেই মুখ্যমন্ত্রীর সুবিধামতো আসার কথা বলেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যপাল ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতার মধ্যে দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে দ্বন্দ্ব চলছে (Conflict Between Dhankar and Mamata) ৷ রাজ্যপাল যেমন প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন ৷ মুখ্যমন্ত্রীও তেমনই সমালোচনা করেছেন রাজ্যপালের ৷ এমনকী, তিনি রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন ৷ কেন্দ্রীয় সরকারের কাছে ধনকড়কে বাংলার রাজ্যপালের পদ থেকে সরাতে আবেদন করেছেন বারবার ৷

  • WB Guv:

    Impressed upon Hon’ble CM Mamata Banerjee that “Dialogue, discussion and deliberation, particularly amongst constitutional functionaries, like the Chief Minister and the Governor, are quintessential to democracy and inseparable part of constitutional governance.” 2/2

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিতর্কিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে মুখ্যমন্ত্রী এই বৈঠকে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ সরকারি তরফে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যপাল ধনকড় গত কয়েক মাসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করেছেন ৷ সরকারি আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন ৷ কিন্তু তাঁর কাছে কেউ যাননি ৷ এই নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল ৷

মুখ্যমন্ত্রীর কাছ থেকেও যে এই বিষয়গুলি জানতে চান, এদিন টুইটে সেটাও জানিয়েছেন তিনি ৷ এই বিষয়গুলি স্পষ্ট না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল ৷

প্রথম টুইটের সঙ্গে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর চিঠিটি ওই টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন ৷ পরে দ্বিতীয় টুইটে তিনি উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল পদে যাঁরা থাকেন, তাঁদের দায়িত্ব আলোচনা করে চলা গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অপরিহার্য অংশ ৷

আরও পড়ুন : Dhankhar Challenge Mamata : কটূক্তিকে ভয় পাই না, মমতাকে পালটা চ্যালেঞ্জ ধনকড়ের

Last Updated :Feb 17, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.