ETV Bharat / city

Anis-Arjun Death Case : আনিশ-অর্জুনের মৃত্যুর তদন্তে রাজনৈতিক প্রভাব খুঁজে পাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা

author img

By

Published : May 10, 2022, 9:10 PM IST

former-cop-claims-political-equation-influencing-in-anis-arjun-death-investigation
Anis-Arjun Death Case : আনিশ-অর্জুনের মৃত্যুর তদন্তে রাজনৈতিক প্রভাব খুঁজে পাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা

হাওড়ার আমতার আনিশ খান (Anis Khan Murder Case) ও কলকাতার কাশীপুরের অর্জুন চৌরাসিয়ার (Arjun Chowrasia Death Case) অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ এই দু’টি মৃত্যু নিয়েই উত্তাল রাজ্য রাজনীতি ৷ চলছে পুলিশি তদন্ত ৷ কিন্তু দু’টি তদন্তেই রাজনৈতিক অঙ্কের প্রভাব আগামিদিনে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ৷

কলকাতা, 10 মে : পুলিশি তদন্তেও প্রভাব ফেলছে রাজনৈতিক অঙ্ক ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম (Former cop claims political equation influencing in Anis Arjun death investigation) ৷ সেই অঙ্কের কথা মাথায় রেখেই তিনি বলে দিচ্ছেন আনিশ ও অর্জুনের মৃত্যু রহস্যের গতিপ্রকৃতি কোন দিকে যেতে পারে ৷ পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের মতে, আনিশ খানের মৃত্যুর তদন্তের অগ্রগতির সেভাবে আর সম্ভাবনা নেই ৷ তবে অর্জুন চৌরাসিয়ার মৃত্যু রহস্য়ের তদন্ত এগোতে থাকবে ৷ এত সহজে থামবে না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন অংশে ঘটে যাওয়া একাধিক ঘটনা রাজ্যজুড়ে ঝড় তুলেছে ৷ প্রভাব পড়েছে রাজনীতির ময়দানে ৷ সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম হল হাওড়ার আমতার আনিশ খানের অস্বাভাবিক মৃত্যু (Anis Khan Murder Case) ও কলকাতার কাশীপুরের বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার (Arjun Chowrasia Death Case) ৷ আনিশ খানের ঘটনায় কাঠগড়ায় পুলিশ ৷ আর অর্জুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত বলে দাবি করেছিল বিজেপি ৷

আনিশের মৃত্যুতে রাজ্য সরকার সিট গঠন করে ৷ সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে ৷ কিন্তু তা নিয়ে সন্তুষ্ট নয় আনিশের পরিবার ৷ অন্যদিকে মঙ্গলবার অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ সেখানেও খুনের কোনও অকাট্য প্রমাণ মেলেনি বলেই জানা গিয়েছে ৷

কিন্তু এর পরও অর্জুনের মৃত্যুর সত্য উদঘাটনের গতি বজায় থাকবে, আর আনিশের ক্ষেত্রে তা ক্রমশই শ্লথ হবে বলে মনে করেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম ৷ কেন তিনি এই মত পোষণ করেন, সেই ব্যাখ্যাও এদিন ইটিভি ভারতকে দিয়েছেন ৷

নজরুল ইসলামের ব্যাখ্যা, আনিশ প্রাথমিকভাবে ছিলেন সিপিএমের সমর্থক ৷ পরে তিনি আইএসএফের হয়ে কাজ শুরু করেন ৷ এই দুই রাজনৈতিক দলেরই এখন পশ্চিমবঙ্গে সেভাবে কোনও জনভিত্তি নেই ৷ তাই আনিশের মৃত্যু তদন্ত নিয়ে হয়তো পুলিশি তদন্তের গতি কমে যাবে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি ৷

অন্যদিকে অর্জুনের ক্ষেত্রে তাঁর বক্তব্য, অর্জুন চৌরাসিয়া বিজেপি সমর্থক । প্রথমদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল অর্জুন চৌরাসিয়া তৃণমূল সমর্থক । কিন্তু আদতে তিনি বিজেপি কর্মী । এবং বিজেপি বর্তমানে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে । রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম বলেন, এই ঘটনার রাজনৈতিক সমীকরণ মেপে ভবিষ্যতে তদন্ত প্রক্রিয়া এগোতেও পারে ৷

আরও পড়ুন : Arjun Chowrasia Death : গলায় ফাঁস লেগে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার, কমান্ড হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট পেশ হাইকোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.