ETV Bharat / city

Prisoner Missing Case : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি ! খুঁজে দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

author img

By

Published : Dec 27, 2021, 3:48 PM IST

21 ডিসেম্বর জামিন পান বেআইনি মদ বিক্রির অভিযোগে ধৃত রঞ্জিত ভৌমিক ৷ 22 ডিসেম্বর তাঁকে জেল থেকে আনতে যায় পরিবার ৷ তাদের দাবি, জেল থেকে জানানো হয় রঞ্জিতকে 21 তারিখ ছেড়ে দেওয়া হয়েছে ৷ তার পর থেকে তাঁর খোঁজ নেই ৷ আপাতত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রঞ্জিতের পরিবার (family files a case in calcutta hc to find a missing prisoner from presidency jail) ৷

family files a case in calcutta hc to find a missing prisoner from presidency jail
Prisoner Missing Case : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি ! খুঁজে দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

কলকাতা, 27 ডিসেম্বর : প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি ! অবিলম্বে খুঁজে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরিবার । কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কিষান কাপুর ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে ওই বন্দির পরিবার (family files a case in calcutta hc to find a missing prisoner from presidency jail) । সোমবার এই মামলা শুনানি হয় ৷ সেখানে ডিভিশন বেঞ্চ 30 ডিসেম্বরের মধ্যে পুলিশকে এই ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷

আদালত সূত্রে খবর, গত 6 ডিসেম্বর হাওড়ার বাগনান এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যক্তিকে বেআইনি মদ বেচার অভিযোগে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ । তাঁকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হয় ৷ তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । 12 ডিসেম্বর শারীরিক সমস্যার কারণে তাঁকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তর করা হয় ।

21 ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৷ আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে পরের দিন অর্থাৎ 22 ডিসেম্বর তাঁকে ছাড়ানোর জন্য প্রেসিডেন্সি জেলে যায় তাঁর পরিবার । পরিবারের অভিযোগ, দীর্ঘসময় বসিয়ে রাখার পর জানানো হয় রঞ্জিত ভৌমিককে গতকাল অর্থাৎ 21 ডিসেম্বর জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে (Prisoner Missing from Kolkata Jail) ।

জেল কর্তৃপক্ষের এই দাবিতে বিস্মিত রঞ্জিতের পরিবার । প্রয়োজনীয় নথি ছাড়া একজনকে কিভাবে ছেড়ে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তারা । আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার ৷ কিন্তু এখনও পর্যন্ত রঞ্জিতে খোঁজ না পাওয়ায় অবশেষে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা করেছে তাঁর পরিবার (Prisoner Missing Case)।

রঞ্জিত ভৌমিকের ছেলে বুদ্ধদেব ভৌমিকের বক্তব্য, গত 21 ডিসেম্বর উলুবেরিয়া অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর বাবার জামিন মঞ্জুর করেন । কিন্তু জরুরি কিছু নথিপত্র পরদিন সকাল দশটার সময় প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার জন্য তাঁকে বলা হয় । ইতিমধ্যে তাঁর বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সই করতে দেরি হওয়ায় জেলের গেটে তালা পড়ে যায় ৷ ফলে সেদিন রাতে আর বাবাকে ঘরে নিয়ে যেতে পারেননি তাঁরা ।

আরও পড়ুন : Primary Teacher recruitment : প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টাল খুলে চাকরিপ্রার্থীদের অভিযোগ সমাধানের নির্দেশ হাইকোর্টের

তাঁর দাবি, পরদিন সকালে প্রেসিডেন্সি জেলে গিয়ে আর তাঁর বাবার খোঁজ পাননি তিনি । বিভিন্ন জায়গায় খুঁজেও বাবার হদিশ না পাওয়ায় শেষে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হতে হয়েছে তাঁদের পরিবারকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.