ETV Bharat / city

Coronavirus surge: বাড়ছে করোনা, কীভাবে নিজেদের সুস্থ রাখবেন ইএনটি ও দাঁতের চিকিৎসকরা ?

author img

By

Published : Jun 27, 2022, 9:50 AM IST

দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনাভাইরাস (Coronavirus surge)৷ কীভাবে নিজেদের সুস্থ রাখবেন ইএনটি ও দাঁতের চিকিৎসকরা ৷ কারণ তাঁদের সরাসরি রোগীর সংস্পর্শে আসতে হয় ৷

ENT and Dentists to maintain covid rules as coronavirus surges
বাড়ছে করোনা, কীভাবে নিজেদের সুস্থ রাখবেন ইএনটি ও দাঁতের চিকিৎসকরা ?

কলকাতা, 27 জুন: ক্রমেই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । এই পরিস্থিতিতে দূরত্ববিধি বজায় রাখার অনুরোধ জানাচ্ছে চিকিৎসক মহল (Coronavirus surge)। তবে চিকিৎসা ক্ষেত্রেই কি মান্যতা দেওয়া সম্ভব হয় এই দূরত্ববিধির ? যাঁরা দন্ত চিকিৎসক, তাঁদের পক্ষে সম্ভব হয় কি এই দূরত্ববিধি বজায় রাখা ? কী বলছেন চিকিৎসকরা ৷

ঝুঁকি নিয়ে নিত্যদিনই রোগী দেখে যাচ্ছেন তাঁরা (Dentists to maintain covid rules)। চিকিৎসক মহাশ্বেতা সরকার জানিয়েছেন, "করোনার প্রকোপ যখন বেড়েছিল তখন আমি রোগী দেখার সংখ্যা কমিয়ে দিয়েছিলাম । যাতে দূরত্ববিধি বজায় থাকে । সব রোগীর থার্মাল চেকআপ করে তারপর সেই রোগীকে ভিতরে আসার অনুমতি দেওয়া হচ্ছিল । অনেক সময় দেখা যায় রোগীর দেহের তাপমাত্রা বেশি রয়েছে, তখন শিগগিরই তাঁকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম । আবার অনেকের ক্ষেত্রে অনলাইনেই দেখে নিচ্ছিলাম । তবে স্কেলিং ও দাঁত বাঁধানোর যে প্রক্রিয়া তা বেশ কিছুদিন বন্ধ করা হয়েছিল । আবার সংক্রমণ বাড়ছে, ফলে এই সব নিয়ম মেনে চলতে হবে ।"

একই সমস্যা ত্বক বিশেষজ্ঞদেরও ৷ তাঁদের পক্ষে করোনাবিধি মেনে রোগীর চিকিৎসা করা খুবই কঠিন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, যতটা সম্ভব দূর থেকে রোগীকে দেখাতে হচ্ছে । সমস্যা হচ্ছে ঠিকই তবে মানিয়ে চলতে হবে । অনেক সময় ফোনে জিজ্ঞাস করে নেওয়া হচ্ছে কী সমস্যা । আবার অনেক ক্ষেত্রে জটিল কিছু হলে আগে তাঁকে সুস্থ করে তোলাই প্রধান লক্ষ্য থাকে ।

আরও পড়ুন: West Bengal Corona Update : রাজ্যে কমল করোনা সংক্রমণের হার, গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত 493

অন্যদিকে ইএনটি (ENT) স্পেশালিস্ট ডা. পিনাকী মজুমদার জানিয়েছেন, "ভয় করে লাভ নেই । আমাদের কাজ রোগী দেখা । তাঁরা মাস্ক খুলবে আমরা নই । ফলে একটা আস্তরণ থাকছে । এছাড়া আমার ভ্যাকসিন নেওয়া আছে । স্যানিটাইজার ব্যবহার করি । যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া যায় সেই সব নিয়েছি । তারপর রোগীদের তো দেখতেই হবে ।"

করোনাভাইরাস যখন দেশে মারাত্মক আকার নিয়েছিল, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন চিকিৎসক ও নার্সরা ৷ পেশার কারণে যাবতীয় ঝুঁকি উপেক্ষা করে তাঁদের রোগীর সেবা করে যেতে হয়েছে ৷ তার জেরে প্রাণও হারাতে হয় অগুনতি চিকিৎসক ও নার্সকে ৷ তাই আবারও করোনার সংক্রমণ বৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক মহলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.